বিনোদন ডেস্ক : হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমায় যুক্ত হলেন নন্দিত নির্মাতা আসাদুজ্জামান নূর। তবে ক্যামেরার সামনে নয়, পেছনে। সিনেমাটিতে আবহসংগীতের সঙ্গে রয়েছে আসাদুজ্জামান নূরের কণ্ঠে কবি আবু জাফর ওবায়দুল্লাহর‘কোন এক মাকে’ কবিতার আবৃত্তি।
গতকাল দুপুরে বেইলি রোডের ধ্বনি চিত্র স্টুডিওতে এতে কণ্ঠ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘আসাদুজ্জামান নূর ভাইয়ের কণ্ঠে আবৃত্তি এ সিনেমায় ভিন্ন এক মাত্রা যুক্ত করেছে। এটি সিনেমাকে এগিয়ে নিয়ে গেল আরও এক ধাপ। এত ব্যস্ততার মাঝেও আমাদের তিনি সময় দিয়েছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। একে একে গুণী শিল্পীরা যুক্ত হচ্ছেন সিনেমায়। সবাইকে টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, সিনেমাটি সবার মন জয় করে নেবে।’
ইতোমধ্যে শেষ হয়েছে ‘যাপিত জীবন’ সিনেমার দৃশ্যধারণের কাজ। বর্তমানে রিপন নাথের স্টুডিওতে এর মিউজিকের কাজ চলছে। শিগগিরই এটি জমা পড়বে সেন্সরে। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে। এমনটিই জানিয়েছেন নির্মাতা।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে যাপিত জীবন। দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমার গল্পে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, আশনা হাবিব ভাবনা, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, গাজী রাকায়েত,ডলি জহুর,আজাদ আবুল কালাম,রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।