বিনোদন ডেস্ক : ‘দঙ্গল’কন্যা সানিয়া মালহোত্রার কথা মনে আছে তো? তবে সানিয়া এখন আর কিশোরী নন, তিনি এখন রীতিমতো তরুণী। সানিয়া সম্প্রতি সুনিধি চৌহানের মিউজিক ভিডিও ‘আঁখ’-এ তার নাচ দিয়ে সবার নজর কেড়েছেন। তবে এসব ছাপিয়ে বর্তমানে তিনি প্রেমঘটিত বিষয় নিয়ে আলোচনায় আছেন।
সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মার সঙ্গে প্রেম করছেন সানিয়া, এই আলোচনা এখন তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের একটি ছবি। ভক্ত-অনুরাগীদের ধারণা, প্রেম করছেন সানিয়া ও ঋষভ।
ঋষভের সাথে সময় কাটানোর কয়েকটি ছবি এখন নেটপাড়ায় ঘুরছে। একটি ছবিতে সানিয়া ও ঋষভকে একসঙ্গে দেখা গিয়েছে। এছাড়াও এই জুটিকে একই অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে। এ থেকেই সবার ধারণা, প্রেমে ডুবে আছেন তারা।
ছবির নিচে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আমি শুধু চাই সানিয়া সুখী হোক।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘কী সুন্দর জুটি!’ অন্য আরেকজন লিখেছেন, ‘যদি তারা ডেট করে, তাহলে তাদের জন্য ভালো। দু’জনেই খুব প্রতিভাবান।’
ঋষভ রিখিরাম শর্মা একজন সেতার বাদক এবং সংগীত রচয়িতা। তিনি প্রয়াত সেতার বাদক পণ্ডিত রবি শঙ্করের শেষ শিষ্য। ঋষভ মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করছেন।
অন্যদিকে, সানিয়া মালহোত্রা বর্তমানে তার আসন্ন সিনেমা ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। শশাঙ্ক খৈতান পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।