প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘১৫ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই। কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন।’

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগতএবং তার দলের বিষয়।’
জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে অংশ নেবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর দল। দলটি এখনও নিষিদ্ধ হয়নি। তারা নির্বাচনে অংশ নিতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোসর ছিল। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, তা জাতীয় পার্টির সহযোগিতায় সংঘটিত হয়েছে।’
‘মাইনাস ফোর ফর্মুলা’ নিয়ে রাজনৈতিক প্রশ্নের জবাবে সাংবাদিকদের শফিকুল আলম বলেন, ‘যারা এই মাইনাস ফোরের কথা বলছে, তারা মূলত স্বৈরাচারের দোসর দল থেকেই উঠে এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই ‘মাইনাস ফোর’ নামক কোনো সিদ্ধান্ত বা ধারণার কথা বলা হয়নি।’
তিনি আরও বলেন, ‘যিনি মাইনাস হয়েছেন হত্যাযজ্ঞ অপরাধে জড়িত থাকার কারণেই এই অবস্থায় পড়েছেন। যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতই। এখানে কোনো মাইনাস ফোর-এর মতো কিছু নেই। আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে।’
প্রেস সচিব বলেন, ‘জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। চব্বিশের জুলাইয়ে আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র প্রমাণিত হয়েছে।’
মাগুরা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এবং মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়িত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির , মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



