যেসব লিংকে ভুলেও ক্লিক করবেন না, ঘটে যাবে অঘটন

ক্লিক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ, ইমেইল কিংবা মোবাইল নম্বরে অযাচিত মেসেজ আসে প্রায়ই। এসব মেসেজে থাকে অনেক প্রলোভন। আর তাতে ক্লিক করলেই নিজের সর্বনাশ ডেকে আনবেন। চুরি হয়ে যেতে পারে সব তথ্য। আর বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আপনার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে পারে একটি চক্র।

ক্লিক

এমন ৭টি মেসেজ চিহ্নিত করেছে নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি। ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেটস নাওয়ের এক প্রতিবেদনে বলা হয়, মেসেজ পাঠানো ভারতের ৮২ ভাগ ইউজার তাতে ক্লিক করেন। আর দিনে প্রায় ১২টি ভুয়া মেসেজ পান তাঁরা।

এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয়’ মেসেজ হচ্ছে, ‘আপনি পুরস্কার জিতেছেন। পাচ্ছেন মোটা অংকের টাকা।’ এ ধরনের মেসেজের বেশিরভাগই ভুয়া। এরপর সবচেয়ে বেশিবার পাঠানো হয় চাকরির বার্তা। এতে বলা হয়, ‘আপনাকে আমরা কর্মী হিসেবে নিয়োগ দিয়েছি’। এরপর উল্লেখ করা হয় মোটা অংকের বেতনের কথা।

এ ধরনের মেসেজের লিংকে ক্লিক করলেই আপনার সব তথ্য পেয়ে যাবে হেনস্তাকারী চক্রটি। এমনকি ব্যাংকের তথ্য পূরণের কথা বলেও আসতে পারে মেসেজ। এমন মেসেজের লিংকে তথ্য পূরণ করতে বলা হলেও কখনোই ক্লিক করবেন না।

আপনি কোনো কিছু অনলাইন থেকে না কিনলেও কেনার তথ্য দিয়ে মেসেজ আসতে পারে মোবাইল, ইমেইল কিংবা হোয়াটসঅ্যাপে। আগ্রহ নিয়ে তাতে ক্লিক করলেই সর্বনাশ। ওটিটি প্ল্যাটফর্মের কথা বলে আসতে পারে ফ্রি অফারের লিংক। সেটিও নিরাপদ নয়।

প্রাণীর সঙ্গে শা.রীরিক স.ম্পর্ক নিয়ে গবেষণা, বিপাকে অধ্যাপক

অনলাইনে অর্ডার করলে তার কথা উল্লেখ করে হোয়াটসঅ্যাপে মেসেজ আসতে পারে। আগে দেখে নিতে হবে এটি ওই প্রতিষ্ঠানের কিনা। এরপর ক্লিক করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এমনকি আমাজনের আইডি আপডেটের ব্যাপারেও মেসেজ আসতে পারে। তাতে ক্লিক না করাই ভালো। কেননা আমাজন এভাবে আপডেট দেয় না।