আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের বাখমুত, আভদিভকা ও মারিঙ্কার শহরে রাশিয়ার সঙ্গে সবচেয়ে তীব্র যুদ্ধ চলছে ইউক্রেনীয় বাহিনীর। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের সামরিক মুখপাত্র সের্হি চেরেভাতিই জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন। খবর সিএনএনের।
তিনি জানান, ইউক্রেনীয় বাহিনী গত ২৪ ঘণ্টায় ২০টিরও বেশি রুশ হামলা প্রতিহত করেছে। রুশ বাহিনী চারটি ক্ষেপণাস্ত্র এবং সাতটি বিমান হামলা চালিয়েছে, সব হামলা প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী।
সের্হি চেরেভাতিই বলেন, আমাদের সেনাদের অবস্থানে এবং বসতি স্থাপনের বেসামরিক অবকাঠামোতে একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে ১০ বারের বেশি গুলি চালানো হয়েছে।
তিনি বলেন, শত্রু তার প্রধান প্রচেষ্টাকে লাইমান, বাখমুত, আভদিভকা এবং মারিঙ্কা নির্দেশে আক্রমণাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে। সবচেয়ে তীব্র লড়াই চলছে বাখমুত, আভদিভকা ও মারিঙ্কা শহরে।
সের্হি চেরেভাতিই বলেন, রুশ বাহিনী বাখমুতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী শুধু এই এলাকায় প্রায় ১০টি শত্রু আক্রমণ প্রতিহত করেছে। যুদ্ধক্ষেত্রে ১৫টিরও বেশি বসতি রাশিয়ান আক্রমণের লক্ষ্যবস্তু পরিণত হয়েছে।
চেরেভাতি বলেন, আমাদের বাখমুতের রক্ষকরা এখন মূল কাজ হয়ে দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।