বিনোদন ডেস্ক : বলিউড পেরিয়ে এবার ওয়েব সিরিজের জগতে পা রাখলেন সঞ্জয় লীলা বানসালি। অবিভক্ত ভারতের লাহোরের ইতিহাস-সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ মুক্তি পেয়েছে। পরিচালক সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ। প্রকাশের পর থেকেই দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে এটি।
এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হল কার্টরাইট। সেই চরিত্রেই অভিনয় করেছেন জ্যাসন শাহ। কিন্তু এই সিরিজে কাজ করতে গিয়ে একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে! গোটা সেটেই নাকি বেশ চাপের পরিবেশ থাকত। একই সঙ্গে তিনি জানান অভিনেতাদের এক একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক এক রকমের নির্দেশ দিতেন। আর কী কী সমস্যায় পড়েছিলেন তিনি?
বলিউড নাওকে দেওয়া একটি সাক্ষাৎকারে জ্যাসন জানান, তিনি গোটা স্ক্রিনপ্লে পড়ার সুযোগ পাননি। কিন্তু সেটে প্রপার অর্গানাইজশন না থাকার কারণে বেশ বাধার মধ্যে পড়তে হয়েছে তাকে। এতে নাকি তার চরিত্রটা ফুটিয়ে তুলতে বেশ অসুবিধা হয়েছে।
জ্যাসন এ বিষয়ে স্মৃতি হাতড়ে জানান, সোনাক্ষী সিনহার সঙ্গে তার একটি ঘনিষ্ট দৃশ্যের আগে নাকি সঞ্জয় লীলা বানসালির এক সহকারী তাকে আলাদা ডেকে নিয়ে কথা বলেন। তাতেই নাকি বেজায় অস্বস্তিতে পড়েন জ্যাসন। জানান তাকে যেভাবে কথাগুলো বলা হয়েছিল তাতে মনে হচ্ছিল যেন তিনি কোনও খারাপ ব্যবহার করবেন।
এছাড়াও জ্যাসন জানান, অনেক সময়ই দেখা যায় ভারতীয় প্রযোজনা সংস্থার তরফে বিদেশি কাউকে কোনও সিনে প্রয়োজন হলে গোয়া থেকে যেকোনো রাশিয়ান কাউকে তুলে আনা হয়। এটা ঠিক নয় বলেও জানান তিনি। এতে গুণগত মান কমে যায়। তার মতে অনেকে এই কাজ করেন সামান্য কিছু টাকা রোজগারের জন্য।
‘মেরা সাইয়া সুপারস্টার’, গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী
হীরামান্ডি সিরিজটি গত ১ মে মুক্তি পেয়েছে। এটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। মুখ্য ভূমিকায় রয়েছেন সোনাক্ষী সিনহা, শরমিন সেহগল, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, ফারদিন খান, শেখর সুমন, তাহা শাহ বাদুশা, প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।