আন্তর্জাতিক ডেস্ক : অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে আজ (শুক্রবার) সন্ধ্যায় জমকালো আয়োজনে শুরু হতে চলেছে। বিয়ের ৬ মাস আগে থেকেই ছোট ছেলের বিলাসবহুল নানা প্রাক-বিয়ের অনুষ্ঠান করে আলোচনায় আছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। তবে এবার আলোচনায় এসেছেন বিয়েতে আসা আমন্ত্রিতদের যাতায়াত খরচ নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন বলছে, দেশ-বিদেশের তারকা ও ব্যবসায়ী থেকে শুরু করে অনন্ত-রাধিকার বিয়েতে অংশ নিতে চলেছে হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
এসব নামিদামি তারকাদের বিয়েতে অংশ নেয়া নিশ্চিত ও ঝামেলাহীন করতে মুকেশ আম্বানি যাতায়াতব্যবস্থায় করছেন বিশাল অংকের খরচ।
জানা যায়, ‘মহাবিবাহ’ অনুষ্ঠানের যাতায়াতে বিদেশ থেকে আসা অতিথিদের জন্য ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার।
ফ্যালকন-২০০০ জেট বিশেষ ধরনের চাটার্ড বিমান। বিলাসবহুল বিমানটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে। প্রতি ঘণ্টায় বিমানটির জন্য আম্বানি পরিবারকে ভাড়া গুনতে হবে ৭ লাখ ২০ হাজার রুপি।
বিয়ের যাতায়াতে সুব্যবস্থা নিশ্চিতে আম্বানি পরিবার এ আয়োজন করতে এয়ার চার্টার সংস্থার সাথে যোগাযোগ করেন। সেখানকার সিইও রাজন মেহরা জানান, বিয়ের আসরে অতিথিদের বিভিন্ন জায়গা থেকে আনা-নেয়ার জন্য ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমানের পাশাপাশি ১০০টি বিমানের ব্যবস্থাও রাখা হয়েছে।
রাজন মেহরা আরও জানান, সারা দেশে একাধিক বার যাতায়াত করবে ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমান। এছাড়াও আগামী তিনদিন ধরে ১০০টি বিমান আমন্ত্রিত অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।
এ হিসেবে শুধু ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমানের জন্যই তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টায় আম্বানি খরচ করবে প্রায় ৬ কোটি রুপি। আর ১০০টি বিমানের ৭২ ঘণ্টার ভাড়া হিসেবে আরও কোটি কোটি টাকা খরচ করবে মুকেশ আম্বানি। প্রসঙ্গত, শুক্রবার ( ১২ জুলাই) মহাবিবাহ অনুষ্ঠানের পর শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ এবং রোববার (১৪ জুলাই) হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।