জুমবাংলা ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার আনা হবে।
রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।
পুলিশ সংস্কারের ব্যাপারে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পুলিশ কমিশন গঠন করা হবে। জাতিসংঘের প্রতিনিধি দল সংস্কারের যে সুপারিশ দেবে সেটাও বিবেচনা করা হবে। গত ৫৩ বছরে পুলিশ জনগণের পুলিশ হয়ে উঠতে পারেনি। যখন যে দল ক্ষমতায় এসেছে তারা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সংস্কারের মধ্য দিয়ে সত্যিকার ‘বাংলাদেশ পুলিশ’ গড়তে চাই।
১১ বছর প্রেম, স্বামীকে তালাকের পর একই কাজী অফিসে প্রেমিককে বিয়ে
তিনি বলেন, পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তাড়া আছে। তারা বুঝতে পারছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে অনেক কাজ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।