বিনোদন ডেক্স: নাটকেই বেশি কাজ করেন অভিনেত্রী শবনম ফারিয়া। পাশাপাশি সিনেমা এবং বিজ্ঞাপনেও কাজ করেছেন। তবে বেশ কিছুদিন কোনো ধরনের কাজেই দেখা যাচ্ছে না। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে? খুবই কম। অভিনয় থেকে আপাতত দূরে আছি। কারণ পড়াশোনায় সময় দিচ্ছি। তা ছাড়া পড়াশোনা করতে গিয়ে নিজের খেয়ালও আগের মতো রাখতে পারিনি। ওজন বেড়েছে বেশ খানিকটা।
অভিনয়ে নিয়মিত কবে হবেন? পড়াশোনার পাশাপাশি অন্য কিছু মেইনটেইন করা অনেক কষ্ট। মনোযোগ দেওয়া যায় না। আর মনোযোগ না দিলে ফলাফলও ভালো আসে না। পড়াশোনা করছি সাংবাদিকতা ও মিডিয়া কমিউনিকেশন। ফাইনাল আর থিসিস পেপারের কাজ মিলিয়ে আরও ছয় মাস লাগবে। মাস্টার্সটা শেষ করে তারপরেই আবার ফিরব পুরোপুরিভাবে। এখন একটা জাতীয় দৈনিকে সাংবাদিক হিসাবে ইন্টার্নশিপ করছি।
ইন্টার্নশিপের অভিজ্ঞতা কেমন? সত্যি বলতে এখন বুঝতে পারছি সাংবাদিক হওয়া কিংবা সাংবাদিক হিসাবে কাজ করা কতটা কঠিন। অনেক সময় পরিচয় দিলেই মানুষ কথা বলে, কিন্তু অনেক সময় চেনা-জানা মানুষও কথা বলতে চায় না। বিষয়টি খুবই বিরক্তিকর।
সাংবাদিকতা করার ইচ্ছা আছে? সেরকম কিছু নয়। পেশা হিসাবে সাংবাদিকতা নয়, কমিউনিকেশনকে নেওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি অভিনয় তো আছেই। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।
কাজে ফিরে কেমন চরিত্রে অভিনয় করতে চান? যে চরিত্র আমাকে টেনশন দেবে এমন কাজ করতে চাই। শুটিংয়ের আগের দিন আমি চিন্তায় পড়ে যাব যে কি করব, কিভাবে করব। কমফোর্ট জোনের মধ্যে থেকে কাজ করতে মজা নেই। এখন বিভিন্ন ওটিটিতে যে ধরনের কাজ হচ্ছে, বিশেষ করে নাটকে এত শারীরিক পরিশ্রমের সুযোগ নেই। তাই নিজেকে সেভাবেই ফিট করতে চাই যেন সব চরিত্রেই কাজ করতে পারি।
হাতে কোনো নতুন কাজ আছে? আপাতত নেই। যেমনটা বললাম আগে মাস্টার্সটা শেষ করি তারপর ফিট হয়ে স্ক্রিনে নিয়মিত হব। তার আগে যদি খুব ভালো কোনো কাজ আসে, খুব ভালো গল্প, তখন হয়তো কাজ করব। তার আগে একটু কমই কাজ করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।