জুমবাংলা ডেস্ক : এবার প্রশ্নবাণে জর্জরিত করে জাতীয় নাগরিক কমিটিকে ধুয়ে দিলেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন। তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কড়া প্রশ্নের মুখে পড়েছেন কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।
অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করা ও মব-জাস্টিসের সংস্কৃতি চালু করা প্রসঙ্গে খালেদ মুহিউদ্দিন নাসিরুদ্দিন পাটওয়ারীকে প্রশ্ন করেন, “আমরা দেখছি, আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করছেন, বিচার করছেন। কে দিয়েছে আপনাদের এই অধিকার? সব জায়গায় মাতব্বরি করতে যাওয়ার অধিকার কে দিয়েছে?”
বিএনপিকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির সাম্প্রতিক অবস্থান প্রসঙ্গে খালেদ মুহিউদ্দিন বলেন, “আপনারা জানেন গত ১৫ বছরে বিএনপি-জামায়াতের কতশত নেতাকর্মীর রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা? আপনারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এসে তারপর বিএনপিকে ১০০ বছরের জন্য আউট করে দেন।”
নাসিরুদ্দিন পাটওয়ারী বার বার বলতে চেষ্টা করেন যে, তারা আওয়ামীলীগের বিচার না করে গেলে কোনো দলীয় সরকার এসে সেই সাহস করবে না। এতে ক্ষিপ্ত হয়ে খালেদ মুহিউদ্দিন পাল্টা প্রশ্ন করেন, “আপনারা সরকারকে বলেন আওয়ামীলীগ নিষিদ্ধ করে দিতে? বিএনপিকে কেন দায়ী করছেন?”
খালেদ মুহিউদ্দিন চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারন করেন না- নাসিরুদ্দিন পাটওয়ারীর এমন বক্তব্যে তিনি বলেন, “আপনারা যাকে-তাকে ট্যাগ লাগায়ে দিয়েন না। গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করি বলেই গণতান্ত্রিক সরকার চাই।”
সম্প্রতি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দিয়েও সমন্বয়কদের ব্যপক সমালোচনার মুখে তা স্থগিত করেন খালেদ মুহিউদ্দিন। এই প্রসঙ্গ টেনে নাসিরুদ্দিনকে তিনি বলেন, “আমি সাদ্দামের সঙ্গে কথা বলতে চেয়েছি। আপনারা আমার সাথে কথা না বলে স্ট্যাটাস দিয়ে দিয়েছেন, আমি প্রতারণা করছি। আপনারা প্রতারণা শব্দের মানে বোঝেন?”
দেশকে আওয়ামীলীগ-মুক্ত করার দাবি প্রসঙ্গে খালেদ মুহিউদ্দিন বলেন, “আওয়ামীলীগ-মুক্ত করা হবে মানে কি? আওয়ামীলীগ-মুক্ত করার তো দরকার নাই। আওয়ামীলীগের যারা অপরাধী, তাদের বিচার করেন?”
উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সমন্বয়কদের দ্বারা গঠিত জাতীয় নাগরিক কমিটি সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি নাম। সংগঠনটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় রয়েছে বলে জোর আলোচনা চলছে।
তবে গণভ্যুত্থান-পরবর্তী সময়ে কমিটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করছে তারা। পাশাপাশি, বিভিন্ন জায়গায় মব-জাস্টিসের মাধ্যমে বিচার-সালিশ পরিচালনা করতেও তাদের দেখা যাচ্ছে।
এসব কর্মকাণ্ড দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। সমালোচকরা বলছেন, এ ধরনের কার্যকলাপ সংগঠনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।
তবে টকশোয় নাসিরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, তারা কেবল গণুভ্যুত্থানের চেতনা ও জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।