জুমবাংলা ডেস্ক : সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। জনগণের দুর্ভোগ কীভাবে দূর করা যায় সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আজকে আলোচনা হয়েছে। গণতন্ত্রের জন্য দেশের হাজার হাজার মানুষ মানুষ জীবন দিয়েছেন।
জামায়াতে ইসলামী আগে বিএনপির জোটে ছিল, তাদের সঙ্গে আগামীতে কোনো বৈঠক হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আগামী দিনে গণতন্ত্রের জন্য জামায়াত আমাদের সঙ্গে থাকবে। জামায়াতও গণতন্ত্র চায়। আমাদের লক্ষ্য তো এক। কিন্তু জামায়াত যদি বলে তারা দেশপ্রমিক, অন্যরা দেশপ্রেমিক না, তাহলে একটু কষ্ট লাগে।
বৈঠকের বিষয়ে সমমনা জোটের প্রধান ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দেশের বর্তমান সামাজিক রাজনৈতিক বিষয়ে আজকে আলোচনা হয়েছে। ২০০৯ সাল থেকে আমরা বিএনপির সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনে আছি। এই আন্দোলনগুলোতে বিএনপির হাজারো নেতাকর্মী হত্যার শিকার হয়েছে।
তিনি আরও বলেন, ১৫ বছরের আন্দোলনে আমরা প্রথম সফলতা পেয়েছি ২৪ সালে শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে। এখন দ্বিতীয় বিষয়ের জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। কিন্তু আমরা চাই ন্যূনতম সংস্কারের মাধ্যমে অতি তাড়াতাড়ি জাতীয় নির্বাচনের আয়োজন করার। নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচনের পরে বাকি সংস্কার হবে।
বৈঠকে বিএনপির পক্ষে থেকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।