আন্তর্জাতিক ডেস্ক: চীনের হুবেই প্রদেশের ইচাং বন্দর থেকে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক জাহাজটি চালু করা হয়েছে। ইচাং বন্দর থেকে এটি প্রথমবারের মতো ইয়াংজি নদীতে যাত্রা করে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সম্পূর্ণ বৈদ্যুতিক ব্যাটারিতে চালিত এ জাহাজটিতে এক হাজার তিনশ যাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে।
চীনের থ্রি গর্জেস করপোরেশন জানায়, একশ মিটার দৈর্ঘ্য ও ১৬ মিটার প্রশস্তের এ জাহাজটিতে মোট সাত হাজার পাঁচশ কিলোওয়াটের ১৫টি ব্যাটারি রয়েছে। তাছাড়া এটি ঘণ্টায় ১৬ কিলোমিটার বেগে ১০০ কিলোমিটার পাড়ি দিতে পারে।
জাহাজটি আগামী মাস থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। দর্শনীয় স্থান ভ্রমণের জন্যই মূলত এটি ব্যবহার করা হবে।
ব্যাটারিগুলোতে চার্জ দেওয়ার জন্য জাহাজটিতেই একটি চার্জার স্থাপন করা হয়েছে। হাইড্রোজেন প্লান্ট থেকে মাত্র ছয় ঘণ্টার মধ্যেই সম্পূর্ণভাবে চার্জ দেওয়া সম্ভব। থ্রি গর্জেস ইলেকট্রিক এনার্জি কোম্পানি লিমিটেডের ম্যানেজার ঝাং ইউ এ তথ্য জানিয়েছেন। উহানের এ কোম্পানিটিই জাহাজটি তৈরি করেছে।
এদিকে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে জাহাজটি বছরে ৫৩০ টন জ্বালানি বাঁচাতে পারে। যা প্রতিবছর এক হাজার ছয়শ টন ক্ষতিকর গ্যাস কমাতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।