বিনোদন ডেস্ক : শিল্পের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় ২০২১ ও ২০২২ সালের জন্য শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণীজন ও সংগঠন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
তিনি বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম আলোকিত ও সৃজনশীল দেশে পরিণত করতে অনন্য ভূমিকা পালন করবে। আমি পদকপ্রাপ্ত গুণী শিল্পীদের শ্রদ্ধা জানাই।’
বরাবরের মতো সম্মাননা হিসেবে পদকপ্রাপ্ত প্রত্যেকেই পাবেন একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক।
এর মধ্যে ২০২২ সালের জন্য যাত্রাপালা বিভাগে শিল্পকলা পদক পাচ্ছেন চলচ্চিত্রের একসময়ের নায়িকা অরুণা বিশ্বাস। যদিও তিনি চলচ্চিত্রের শিল্পী। অভিনয়জীবনে দীর্ঘ তিন যুগের পথ চলা তার। এবারই প্রথম কোনো রাষ্ট্রীয় স্বীকৃতিতে ভূষিত হলেন তিনি।
শিল্পকলা পদক পাওয়া প্রসঙ্গে অরুণা বলেন, ‘সারাটা জীবন আমি শিল্প সংস্কৃতিকে ভালোবেসে কাজ করেছি। আজীবন অভিনয়কে ভালোবেসে অভিনয়টা মনেপ্রাণে করে গেছি। কোনো রাষ্ট্রীয় স্বীকৃতির আশায় কখনো কারও সঙ্গে কোনো ধরনের লবিং করিনি। আমি চেয়েছি কোনো একদিন যদি ভাগ্য সহায় হয়, তবে নিশ্চয়ই আমি রাষ্ট্রীয় স্বীকৃতি পাবো।’
অরুণা বিশ্বাস অভিনেত্রী হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। এছাড়া তিনি সিনেমাও পরিচালনা করেছেন। অভিনেত্রী বলেন, ‘জীবনের এ পর্যায়ে এসে শেষ পর্যন্ত হলেও আমি রাষ্ট্রীয় স্বীকৃতিতে ভূষিত হলাম। এটা যে কত বড় আনন্দের, কতটা ভালো লাগার তা আসলেই ভাষায় প্রকাশের নয়।’
জেলের মধ্যে ঘটে গেছে লো.মহর্ষক ঘটনা, গোপ.ন তথ্য ফাঁ.স করলেন রিয়া চক্রবর্তী
১৯৮৬ সালে নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অরুণা বিশ্বাসের। সেখানে তিনি বাপ্পারাজের বিপরীতে অভিনয় করেন। বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন অরুণা বিশ্বাস। তাকে দেখা গেছে কিছু নাটকেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।