দারুণ লুক নিয়ে হাজির জাওয়া ব্ল্যাক মিরর, দেখুন বাইকের ছবি

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতীয় বাজারে দারুণ মোটরবাইক আনল Jawa Yezdi Motorcycles। নতুন রং, ডিজাইন নয়ে হাজির ববার 42 সিরিজ। কালো রংয়ের পেইন্ট দিয়ে মোড়া গোটা বাইক। চকচকে ক্রোম ডিজাইনের সঙ্গে এই বাইক এখন কোম্পানির নতুন বাজি। তবে এটি বাজিমাত করবে কি না তা সময়ই বলবে।

ইউরোপ, আমেরিকার বাজারে দারুণ জনপ্রিয় সিঙ্গেল পিস সিটের ববার বাইক। ভারতে এবার সেই জনপ্রিয়তার রেশ শুরু হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ 2023 সালে একাধিক ত্রুজার মোটরসাইকেল লঞ্চ হয়েছে ভারতে।

ফ্যাক্টরি ক্রোম ফিনিশ ফুয়েল ট্যাংক, চোখ জুড়ানো বাইকের কালো রং ও রিয়ার হুইল নজর কাড়তে পারে ক্রেতাদের। এই চেহারা কারণে বাইকের দামও আগের থেকে কিছুটা বাড়িয়েছে কোম্পানি।

Jawa 42 Bobber ব্ল্যাক মিররের দাম

ভারতীয় বাজারে মোটরসাইকেলের দাম 2.25 লাখ টাকা (এক্স-শোরুম)। এই বাইকের যে অন্যান্য কালার ভেরিয়েন্টগুলি রয়েছে তার থেকে 10,000-12,000 টাকা দামি ব্ল্যাক মিরর এডিশন। রংয়ের পাশাপাশি বাইকের মেকানিক্যাল বৈশিষ্ট্যও পরিবর্তন করেছে কোম্পানি।

Jawa 42 Bobber ব্ল্যাক মিররের বৈশিষ্ট্য

প্রথমত এটির ব্ল্যাক পেইন্ট স্কিম, তাছাড়া এতে রয়েছে অ্যালয় হুইল। ইঞ্জিনের কথা যদি বলি তাহলে মিলবে 334 সিসি লিকুইড সিঙ্গেল সিলিন্ডার কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ 29.49 হর্সপাওয়ার এবং 32/7 নিউটন মিটার টর্ক শক্তি উত্পন্ন করে। সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স ও স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ।

বাইকে পুরনো 33 মিলিমিটার থ্রটেল বডির পরিবর্তে 38 মিলিমিটার থ্রটেল বডি দেওয়া হয়েছে। গতিও কিছুটা কমানো হয়েছে। 1500 RPM থেকে কমিয়ে আনা হয়েছে 1350 RPM-এ। এর ফলে কোম্পানির আশা বাইকটি ভালো মাইলেজ দিতে পারবে।

অন্যান্য ফিচার্সের মধ্যে এতে রয়েছে অ্যাডজাস্টেবেল সিট (সিঙ্গেল পিস), চার্জিং পোর্ট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং বাইকজুড়ে LED লাইটিং। ব্ল্যাক মিরর ছাড়াও মিস্টিক কুপার, মুনস্টোন হোয়াইট এবং জ্যাসপার রেড এই 3 এডিশনে উপলব্ধ মোটরসাইকেল।

এগুলির দাম রয়েছে যথাক্রমে 2.12 থেকে 2.15 লাখ টাকা (এক্স-শোরুম)। যদিও নির্দিষ্ট এই সেগমেন্টের কথা বলি তাহলে কোম্পানির আরেক মোটরবাইক Jawa Perek-কেই চ্যালেঞ্জ জানাবে 42 Bobber ব্ল্যাক মিরর এডিশন। তবে ত্রুজার বাইকের ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড, হার্লে-ডেভিডসন, ট্রায়াম্ফ স্পিড 400 সহ একাধিক বাইকের সঙ্গে জমবে লড়াই ব্ল্যাক মিররের।