‘জওয়ান ২’ এর ইঙ্গিত দিলেন শাহরুখ

jawan

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী চলছে ‘জাওয়ান’ ঝড়। মাত্র তিনদিনেই বক্স অফিসে ৩৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছে সিনেমাটি। এ সাফল্যের মাঝেই এবার ‘জাওয়ান ২’ নিয়ে আসার ইঙ্গিত দিয়ে দিলেন শাহরুখ খান!

jawan

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আস্ক এসআরকে সেশনে এক ভক্ত শাহরুখের উদ্দেশে লেখেন, ‘স্যার, আমি কোনোরকম স্পয়লার দিতে চাই না কিন্তু শেষে যে বক্তব্যটা ছিল সেটা অসাধারণ!’ এর জবাবে শাহরুখ রিটুইট করে লেখেন- ‘আরে তাতে কোনো স্পয়লার নেই আর দেশের ভালোর জন্য সব স্পয়লারও মাফ করে দিলাম। সবার উচিত ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করা এবং দায়িত্বশীলভাবে সেই কাজটা করা উচিত। কিন্তু এটা ছাড়া বাকি ছবি নিয়ে কোনোরকম স্পয়লার আমিও দেব না আর দয়া করে তুমিও কাউকে কিছু বলো না প্লিজ’।

একজন লেখেন- ‘স্যার, কালীর সঙ্গে কেন চুক্তি করে নিলেন না? আমি বিজয় সেথুপতি স্যারের বড় ভক্ত’।

পালটা জবাবে শাহরুখ বলেন, ‘আমিও বিজয় সেথুপতির ভক্ত। কালীর কালো টাকা তো এই ছবিতে নিয়ে নিয়েছি। এবার দেখো, অন্যদের সুইস ব্যাংকের টাকাও নিয়ে নেব। এখন শুধুমাত্র ভিসার অপেক্ষায় রয়েছি।’

শাহরুখের এই মন্তব্যের পর থেকে নেটপাড়ায় জোর চর্চা তবে কি ‘জাওয়ান’-এর সাফল্যের মাঝেই ছবির দ্বিতীয় কিস্তির আভাস দিয়ে দিলেন শাহরুখ?

শাহরুখের এই সিনেমায় নায়িকা চরিত্রে রয়েছেন নয়নতারা। আর ভিলেন কালী চরিত্রে দেখা গেছে বিজয় সেথুপতির। অসাধু অস্ত্র ব্যবসায়ীর চরিত্রে দেখা গিয়েছে তাকে। গল্পে শাহরুখ কখনো বিক্রম রাঠৌর, কখনো সে আজাদ।

গভীর রাতে কে কার উপরে চেপে বসে? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস

রোমান্টিক নায়কের বাইরে অ্যাকশনেও যে শাহরুখ অনবদ্য সেটাই দেখিয়ে দিলেন ‘জাওয়ান’-এ। বক্স অফিসে অপ্রতিরোধ্য তিনি। মুক্তির তিনদিনেই ‘পাঠান’কে ছাপিয়ে গেছে ‘জাওয়ান’। কেন তিনি বক্স অফিসের কিং খান তা প্রমাণ করে দিয়েছেন ৫৭ বছর বয়সী তারকা। চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, ‘এভাবেও ফিরে আসা যায়’। আক্ষরিক অর্থে ‘মাস হিরো’ কাকে বলে দেখিয়ে দিয়েছেন বাদশা।