আর মাত্র দুদিন পর (৭ সেপ্টেম্বর) মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা। সিনেমাটিকে ঘিরে দর্শকমহলে ব্যাপক উত্তেজনা। এদিকে সিনেমা বিশেষজ্ঞদের একাংশের মতে, ব্যবসায় ‘পাঠান’ সিনেমাকে ছাড়িয়ে যেতে পারে ‘জওয়ান’ সিনেমা।
জানা যায়, ভারতে প্রথম দিনের প্রথম শো কোন প্রতিষ্ঠান আগে আয়োজন করতে পারে, তা নিয়ে মাল্টিপ্লেক্সগুলোতে চলছে প্রতিযোগিতা। রোববার (৩ সেপ্টেম্বর) জানা যায়, কলকাতায় ‘জওয়ান’ সিনেমার প্রথম শো হবে সকাল ৬টায়।
ঠিক এরই পরে সোমবার (৪ সেপ্টেম্বর) নিউ টাউনের একটি মাল্টিপ্লেক্স (মিরাজ সিনেমাজ) ভোর ৫টার স্লটে ছবির টিকিট বিক্রি শুরু করেছে। এটিই হতে যাচ্ছে কলকাতায় ‘জওয়ান’-এর প্রথম শো। এদিকে ওই রাজ্য ছাড়া আর কোথাও ভোর ৫টায় কোনো সিনেমার শো নেই।
এর আগে ১ সেপ্টেম্বর (শুক্রবার) ভারতজুড়ে ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং শুরু হয়। আর অগ্রিম টিকিট বুকিং বিবেচনায় ‘পাঠান’-এর নজিরকে ছাপিয়ে গেছে ‘জওয়ান’।
বলা হচ্ছে, এর আগে কলকাতায় ভোর ৫টায় কোনো সিনেমার শো দেখানো হয়েছে বলে নজির নেই। ‘কেজিএফ ২’ বা অ্যাভেঞ্জার্স সিরিজের সিনেমাগুলো নিয়ে উন্মাদনা দেখা দিলেও সকাল ৬টার পরে শো ছিল। আর কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকাল ৬টা ৪৫ মিনিটে। কিন্তু ‘জওয়ান’-এর ক্ষেত্রে শাহরুখ নিজের নজিরই ভেঙে দিলেন।
শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে এক টুইটবার্তায় জানানো হয়, ‘জওয়ান’-এর সকালে প্রথম শো হবে গায়ত্রী থিয়েটারে। গায়ত্রী থিয়েটারের ওই শো হবে গত ৫১ বছরের মধ্যে ইতিহাস।
অ্যাটলি কুমার পরিচালনা করেছেন ‘জওয়ান’ সিনেমাটি। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
এ সিনেমায় প্রথমবারের মতো নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। নয়নতারা ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়ামণির মতো তারকাদের। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।