বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে চলতি বছরের শুরুতে পর্দায় ফিরেন তিনি। তার এই রাজকীয় প্রত্যাবর্তনের কথা কেউ ভোলেননি। ফের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে বক্স অফিস কাঁপাচ্ছেন শাহরুখ।
গত ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে এই সিনেমা।
বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘জওয়ান’ আয় করেছিল ৭৫ কোটি রুপি। বিশ্বব্যাপী ছিল ১২৯.৬ কোটি রুপি। তারপর বক্স অফিসে সিনেমাটির জয়রথ চলছে। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতে আয় করে ১৯.১ কোটি রুপি। এটি ছিল সিনেমাটির সবচেয়ে কম আয়। কিন্তু শনিবার (১৬ সেপ্টেম্বর) এ চিত্র বদলে যায়। অর্থাৎ দশম দিনে শুধু ভারতে আয় করে ৩৪ কোটি রুপি।
রোববার (১৭ সেপ্টেম্বর) ভারতের বক্স অফিসে আরো ভালো করেছে ‘জওয়ান’। এদিন ভারতে এটি আয় করেছে ৪০ কোটি রুপি। এর মধ্যে দিয়ে ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪৮২.৭৩ কোটি রুপি। আর ১১ দিনে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮৫০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১২০ কোটি ৬৩ লাখ টাকার বেশি।
‘জওয়ান’ সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত তার ভক্তরা। তাইতো গতকাল ভক্ত-অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে কয়েক মিনিটের জন্য মান্নতের বারান্দায় হাজির হন শাহরুখ খান। এসময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও নীল রঙের টি-শার্ট। তার আগমনে চিৎকার করে উঠেন উপস্থিত সকলে। খানিক সময়ের জন্য সামনের রাস্তার সব গাড়ি থমকে যায়। ভক্তদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন শাহরুখ।
একবার চার্জ দিলেই চলবে টানা ৩০০ কিলোমিটার, বাজার কাঁপাচ্ছে এই স্কুটার
‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামনি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।