জওয়ানের নতুন পোস্টার, মুক্তির তারিখ জানালেন শাহরুখ

জওয়ান

বিনোদন ডেস্ক : এবার জওয়ান সিনেমা মুক্তির নতুন দিনক্ষণ জানালেন শাহরুখ খান। এ বছর সেপ্টেম্বরের ৭ তারিখ মুক্তি পাচ্ছে ‘জওয়ান’।

জওয়ান

আজ শনিবার টুইটারে সিনেমাটির একটি নতুন টিজার প্রকাশ করেছেন শাহরুখ খান। সেই টিজারে দেখা গেছে, পাহাড়ের ওপর থেকে অস্ত্র হাতে শূন্যে ঝাঁপিয়ে পড়ছেন ‘জওয়ান’। তার মুখটা মুখোশে ঢাকা।

এর আগে জানা গিয়েছিল, ২ জুন মুক্তি পেতে পারে জওয়ান। তবে সেই তারিখ পিছিয়ে গেছে। ভিজ্যুয়াল ইফেক্ট টিমের কাজ শেষ না হওয়ায় আরো কিছুটা সময় লাগবে।

গ্রীষ্মে বদলে যায় আলিয়ার ডায়েট, যা খেয়ে শরীর ঠান্ডা রাখেন নায়িকা

জওয়ান সিনেমার পরিচালক অ্যাটলি। জওয়ানের ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ খান। তার সাথে অভিনয় করছেন নয়নতারা, বিজয় সেতুপাথি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার।