বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে চলতি বছরের শুরুতে পর্দায় ফিরেন তিনি। তার এই রাজকীয় প্রত্যাবর্তনের কথা কেউ ভোলেননি। ফের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে বক্স অফিস কাঁপাচ্ছেন শাহরুখ।
গত ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে এই সিনেমা। ৪ দিনে ৫০০ কোটির ক্লাব পেরিয়ে তাক লাগিয়ে দিয়েছে এটি।
১৫ থেকে ৮৫ সব বয়সী মানুষই শাহরুখ খানের ভক্ত। ‘জওয়ান’ মুক্তির পর তা দেখতে প্রেক্ষাগৃহে গিয়ে সে কথারই ফের প্রমাণ দিলেন ৮৫ বছর বয়সী এক নারী ভক্ত। নাতি উদয়ন শুক্লার সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন তিনি।
Dear @iamsrk ,
My 85 year old dadi is your biggest fan, she made sure that we take her to watch the movie.
She loved #Jawan and loves you too❤️.@SRKUniverse @SRKFC_PUNE @SRKHydFans @SRKCHENNAIFC @SRKsAdmirers #JawanBlockBuster #ShahRukhKhan𓀠 pic.twitter.com/Otrp3eP1gx
— Udayan Shukla (@UdayanShukla) September 10, 2023
ভারতের পুণের বাসিন্দা উদয়ন শুক্লা একটি ভিডিও পোস্ট করেছেন নিজের টুইটারে (এক্স)। তাতে এ বৃদ্ধা বলেন, ‘‘জওয়ান’ দেখতে হলে এসেছি। আমি শাহরুখকে খুব পছন্দ করি। আমি তার সব সিনেমাই দেখি।’ ভিডিওর ক্যাপশনে উদয়ন লিখেছেন— ‘‘প্রিয় শাহরুখ খান, আমার ৮৫ বছর বয়সী দাদি আপনার বড় ভক্ত। তিনি ‘জওয়ান’ এবং আপনাকে ভালোবাসেন।’’
এ টুইটটি শাহরুখের নজর এড়ায়নি। এক টুইটে শাহরুখ লিখেছেন, ‘ধন্যবাদ দাদি। আপনার জন্য অনেক ভালোবাসা। আশা করি, আমি আমার চলচ্চিত্র দিয়ে আপনার মুখের হাসি ধরে রাখতে পারব।’
‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামণি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।