বিনোদন ডেস্ক : ‘জওয়ান’ জ্বরে কাঁপছে ভারত-বাংলাদেশ। মুক্তির পরই সিনেমাটি নিয়ে শাহরুখ-ভক্তদের মাঝে উন্মাদনার শুরু। প্রথম দু’দিনে বিশ্বজুড়ে ছবিটি আয় করে নিয়েছে ২০০ কোটি রুপি।
বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই বলিউডের বড় বড় রেকর্ড ভেঙে দেবে ‘জওয়ান’। এমন ডামাডোলের মধ্যেই শাহরুখের ছবির বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন নেটিজেনদের একাংশ। তাদের দাবি, পরিচালক অ্যাটলি তামিল ছবি নকল করে ‘জওয়ান’ বানিয়েছেন!
তামিল সিনেমা জগতের সুপারস্টার অ্যাটলি এ সিনেমা দিয়েই প্রথমবার পা রেখেছেন বলিউডে। আর প্রথম ছবিতেই তিনি পেয়েছেন শাহরুখ খানের মতো তারকাকে। একেবারেই দক্ষিণী ছবির কায়দায় অভিনেতাকে নিয়ে তৈরি করেছেন ‘জওয়ান’।
কিন্তু নেটিজেনদের একাংশের দাবি, ছবিটি একেবারেই মৌলিক গল্প নয়। বরং পুরোটাই একটি তামিল ছবি থেকে হুবহু নকল! তাদের দাবি, ওই ছবিতে নায়কের দ্বৈত চরিত্র ছিল। ‘জওয়ান’ ছবিতেও শাহরুখকে তেমনটাই দেখা গেছে। তাই অ্যাটলি এই সিনেমাকে মৌলিক বলে দাবি করলেও তা মিথ্যা!
১৯৮৯ সালে মুক্তি পায় আর অরবিন্দরাজ পরিচালিত তামিল ছবি ‘থাই নাড়ু’। সেই ছবিতে অভিনয় করেছিলেন সত্যরাজ ও রাধিকা। অ্যাটলির বিরুদ্ধে অভিযোগ, পরিচালক সেই ছবিটিরই রিমেক করেছেন। কিন্তু সে কথা তিনি কোথাও স্বীকার করেননি। পরিচালক অ্যাটলি কুমারের বিরুদ্ধে নকলের অভিযোগ আগেও উঠেছে। কিন্তু তাতে ছবির ব্যবসায় কোনো ক্ষতি হয়নি। গত দু’দিনে ‘জওয়ান’-এর বক্স অফিস আয়ও যেন আরও একবার সেটাই প্রমাণ করেছে।
প্রসঙ্গত, ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সঞ্জীতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।