‘জওয়ান’ নিয়ে নতুন তথ্য দিলেন শাহরুখ!

জওয়ান সিনেমায় শাহরুখ

বিনোদন ডেস্ক : সম্প্রতি শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘জওয়ান’ নিয়ে নতুনভাবে আলোচনায় আছেন বলিউডের কিং শাহরুখ খান। এ আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের নতুন একটি পোস্ট।

জওয়ান সিনেমায় শাহরুখ

আজ বৃহস্পতিবার ( ১৩ জুলাই) শাহরুখ তার নিজের ভেরিফাইড ফেসবুকে দুপুর ১টা ৪০ মিনিটে একটি পোস্ট ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ওই পোস্ট দেখে শাহরুখ ভক্তরা হয়েছেন উছ্বসিত।

কারণ নিজের অভিনীত নতুন সিনেমা ‘জওয়ান’ নিয়ে ভক্তদের মনে যে অনেক প্রশ্নের জন্ম নিয়েছিল তার অনেক উত্তরই মিলেছে আজকের শাহরুখের করা পোস্টের মাধ্যমে।

নিজের ভেরিফাইড ফেসবুকে শাহরুখ খান হিন্দিতে লিখেছেন মাত্র একটি লাইন। যার বাংলা অর্থ দাঁড়ায়, যখন আমি ভিলেন হই তখন আমার সামনে কোনো হিরো টিঁকে থাকতে পারে না।

শাহরুখের এমন বক্তব্যে নেটিজেনরা এবার বুঝেই ফেলেছেন যে, ‘জওয়ান’ সিনেমায় হিরো নয় ভিলেন হয়ে পর্দা কাঁপাতে আসতে চলেছেন শাহরুখ খান।

পাঁচটি জিনিস ভুলেও কেউকে ধার দিবেন না

চলতি বছর আগামী ৭ সেপ্টেম্বর সারা বিশ্বে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘জওয়ান’। শাহরুখ ছাড়াও অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা ও দীপিকা পাড়ুকোন।