ভোর পাঁচটার শোয়েই ‘জওয়ান’ দেখলেন নীল-তৃণা

বিনোদন ডেস্ক : শাহরুখ ভক্তি একেই বলে। রাতের বেলা না ঘুমিয়ে সকাল ৫ টায় নিউটাউনে মীরাজ সিনেমায় ‘জওয়ান’ দেখে ফেললেন টেলিপর্দার জনপ্রিয় জুটি নীল-তৃণা। শাহরুখের ছবি বলে কথা, ‘প্রথম দিন, প্রথম শো তো দেখতেই হবে।’ সংবাদ প্রতিদিন ডিজিটালকে এমনটাই হাসি মুখে বলে চললেন নীল ও তৃণা দুজনেই। তাঁদের মুখে শুধুই শাহরুখ বন্দনা। তা ‘জওয়ান’ কেমন হল?

উত্তেজনা ভরা গলায় তৃণা বলে উঠলেন, ‘অসাধারণ। এই ছবি মাস্টওয়াচ। শাহরুখকে মুগ্ধ হয়ে দেখতে হয়। একটা ব্যবসায়ীক ছবির মধ্যে যা যা থাকা দরকার, তার সব কিছুই রয়েছে এই ছবির মধ্য়ে। অসাধারণ চিত্রনাট্য, চমকে দেওয়ার মতো কনটেন্ট। এ ছবি দেখতে দেখতে হতবার হচ্ছিলাম। জওয়ান একেবারেই টিম ওয়ার্ক। ভাল টিম ওয়ার্ক হলে তবেই এরকম ছবি তৈরি হতে পারে। একটা নিখুঁত ছবি। যেমন ভাল ক্যামেরা, তেমন ভাল গ্রাফিক্স। আর অভিনয়ে? শাহরুখ তো রয়েইছেন। আর সবাই এক সে বড়কর এক। আমি তো এই ছবিকে পাঠানের থেকে এগিয়ে রাখব।’

‘জওয়ান’ দেখে হ্যাংওভারে রয়েছেন নীলও। ‘জওয়ান’ কেমন লাগল প্রশ্ন করতেই নীলের সোজা জবাব, ‘তৃণার মতো আমিও বলব জওয়ান মাস্ট ওয়াচ ছবি। একবার দেখলে মন ভরবে না। আরও কয়েকবার দেখতে হবে। আমি আর তৃণা শাহরুখ ভক্ত। কোনও স্পয়লার শুনতে চাই না। তাই ঝটপট শহরের প্রথম শো দেখে ফেললাম। এখন শান্তি। একটা কথা বলতে পারি, ট্রেলারে আপনারা কিছুই দেখেননি। এই ছবিতে চমক রয়েছে আরও।’

কত দেবেন শাহরুখের জওয়ানকে?

উচ্ছ্বসিত নীল-তৃণার সোজা জবাব, ‘দশে দশ, কোনও কথা হবে না।’

শাহরুখ খানের ৩ দশকের কেরিয়ারে রেকর্ড! পয়লা দিনের প্রায় ৬ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। জল্পনা ছিল, ওপেনিং ডে-তেই হেসেখেলে ৫০ কোটির ক্লাবে ঢুকবে ‘জওয়ান’ (Jawan)। এবার তাতেই সিলমোহর। দেশ-বিদেশ মিলিয়ে আন্তর্জাতিক বক্সঅফিসেও অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে এই ছবি। রিলিজের আগেই ৫০ কোটির ব্যবসা। যা কিনা বিশ্বের বক্সঅফিসে বলিউডের গ্রাফকে একলাফে উর্ধ্বমুখী করে দিয়েছে।