বিনোদন ডেস্ক : ‘জওয়ান’ জ্বরে ভুগছে ভারত। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে শাহরুখ ভক্তরা অপেক্ষায় রয়েছে সিনেমাটির। বছরের অন্যতম হাইপ সৃষ্টি করা ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। তাই ভক্তদের উচ্ছ্বাস-উন্মাদনারও শেষ নেই।
তবে এরই মধ্যে দুঃসংবাদ শাহরুখ ভক্তদের জন্য। মুক্তির আগেই সিনেমাটির বেশ কিছু দৃশ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে। যা বেশ ভাবনায় ফেলেছে নির্মাতাদের।
শাহরুখের আসন্ন এই সিনেমার কিছু ক্লিপ টুইটারে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
এর পরই ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী কপিরাইট আইন লঙ্ঘন করার জন্য রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে একটি কেস ফাইল করা হয়েছে। ১০ আগস্ট মুম্বাইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে এই অভিযোগ করা হয়েছে। সেই ‘এফআইআর’ অনুযায়ী কেউ ‘জওয়ান’ সিনেমার ক্লিপ চুরি করে সেটাকে টুইটারে শেয়ার করে দিয়েছে। এভাবে কপিরাইট লঙ্ঘন করার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সিনেমাটির শুটিংয়ের সময় শুট লোকেশনে ফোনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল। একই সঙ্গে সেখানে কোনো রকম কিছু যাতে রেকর্ড না করা হয় সেটার দিকেও বিশেষ নজর দিয়েছিল। তার পরও কী করে এই কাণ্ড ঘটল সেটা ভেবেই অবাক সকলে। কিন্তু এই কাজ যেই করে থাক তিনি যে এভাবে সিনেমাটির দাম কমাতে চেয়েছেন এবং কম্পানির ক্ষতি করতে চেয়েছেন সেটা স্পষ্ট। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ৫টি টুইটার অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়েছে, যেখান থেকে এই ক্লিপ শেয়ার করা হয়েছে।
এই প্রফাইলের মালিকদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যদিও তাদের মধ্যে কেবল একজনই সেই নোটিশ গ্রহণ করেছেন।
অন্যদিকে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে অভিযোগ দায়ের করা হয়। হাইকোর্ট টুইটারকে তৎক্ষণাৎ নির্দেশ দেন, যাতে তারা এই ভিডিও ক্লিপগুলো তৎক্ষণাৎ ডিলিট করে দেয়। এই নির্দেশ পাওয়ার পর মাইক্রো ব্লগিং সাইটের পক্ষ থেকে সেগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে। আননোন এসআরকিয়ান, নীতিশ নবীন, ঘুলাম মুস্তাফা, আরহান এবং হোয়াই সো সিরিয়াস আই প্রফাইলগুলো থেকে এই কাজ করা হয়েছে। সান্তাক্রুজ পুলিশ স্টেশনে আইপিসি ৩৭৯ এবং আইটি অ্যাক্টের ৪৩ বি ধারায় মামলা রুজু করা হয়েছে।
শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। অ্যাটলির পরিচালনায় শাহরুখ খান ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, প্রিয়ামণি, সানায়া মালহোত্রাসহ একাধিক তারকা।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।