বিনোদন ডেস্ক : মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে ‘জওয়ান’। মাস ঘুরতে না ঘুরতেই অনেকটা আয় কমে গিয়েছিল ‘জওয়ান’-এর। কিন্তু ভারতের জাতীয় চলচ্চিত্র দিবসের দিন পুরো চিত্রই উল্টো দেখা যায় । সেদিন একাধিক রেকর্ড ভেঙে পুনর্জীবন ফিরে পেয়েছে শাহরুখ খানের এ ছবি।
ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরেই আয় কমে গিয়েছিল ‘জওয়ানের’। হঠাৎ ১৩ অক্টোবর এক লাফে বেড়ে যায় ছবির আয়।
ভারতের জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে মাত্র ৯৯ টাকায় একাধিক মাল্টিপ্লেক্সে ‘জওয়ান’-এর টিকিট বিক্রি হয়েছে। হঠাৎ আয় বাড়ার পেছনে এটা একটা বড় কারণ হতে পারে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এটাই প্রথম হিন্দি ছবি ভারতীয় ছবির ইতিহাসে যা গোটা বিশ্বজুড়ে ১১২৫ কোটি টাকা আয় করেছে। বেশ কয়েকদিন ধরেই জওয়ান ৭০ থেকে ৮০ লাখ টাকা আয় করছিল। কিন্তু জাতীয় চলচ্চিত্র দিবসের দিন একলাফে তা বেড়েছে। এদিন ৫ কোটি টাকার ব্যবসা করেছে জওয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।