দেশজুড়ে ‘জওয়ান’ ঝড়, প্রথম দিন প্রথম শো দেখে কী বলছেন শাহরুখ ভক্তরা

জওয়ান

বিনোদন ডেস্ক : অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল শাহরুখের ‘জওয়ান’। বৃহস্পতিবার সকাল থেকেই তাই জওয়ানে বুঁদ গোটা দেশ। কোথাও সকাল ৫টা, কোথাও সকাল ৭টা, ৮টা, ৯টা। কলকাতা থেকে কন্যাকুমারী, কাশ্মীর থেকে কানপুর সব জায়গার সব সিনেমা হলে দর্শকদের ভিড়। শাহরুখের কায়দায় সেজে, কাঁধে ঢোল নিয়ে সকাল সকালই সিনেমা হলে হাজির শাহরুখভক্তরা। যে ছবি প্রথম ঝলক থেকেই হইচই ফেলে দিয়েছিল। সেই ‘জওয়ান’ (Jawan Film Review) শেষমেশ কেমন হল?

জওয়ান

দর্শকরা বলছেন, শাহরুখের এই ছবি একেবারেই ব্লকবাস্টার। একের পর এক চমক রয়েছে ছবিতে। বিশেষ করে নানারূপে শাহরুখের অভিনয়ই এই ছবির আসল ইউএসপি। গল্পেও রয়েছে একের পর এক টুইস্ট। প্রথম দিন, প্রথম শো দেখে দর্শকরা বলছেন, শাহরুখের কেরিয়ারের সেরা ছবি ‘জওয়ান’।

লক্ষ টাকার গহনা কিনলেও কখনও কি যাচাই করেছেন আসল নাকি নকল? জানুন সোনা চেনার উপায়

শাহরুখ খানের (Shah Rukh Khan) ৩ দশকের কেরিয়ারে রেকর্ড! পয়লা দিনের প্রায় ৬ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। জল্পনা ছিল, ওপেনিং ডে-তেই হেসেখেলে ৫০ কোটির ক্লাবে ঢুকবে ‘জওয়ান’ (Jawan)। এবার তাতেই সিলমোহর। দেশ-বিদেশ মিলিয়ে আন্তর্জাতিক বক্সঅফিসেও অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে এই ছবি। রিলিজের আগেই ৫০ কোটির ব্যবসা। যা কিনা বিশ্বের বক্সঅফিসে বলিউডের গ্রাফকে একলাফে উর্ধ্বমুখী করে দিয়েছে।