যেসব হলে চলবে শাহরুখের ‘জওয়ান’

শাহরুখের ‘জওয়ান’

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘জওয়ান’। ৭ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ভারতের সঙ্গে বাংলাদেশেও মুক্তির প্রক্রিয়া চলছে।

বাংলাদেশে ‘জওয়ান’ সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তার সঙ্গে আছে রংধনু গ্রুপ। সিনেমাটি বাংলাদেশে আমদানির অনুমতি অনেক আগেই দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

মুক্তির প্রক্রিয়া অনুসরণ করে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে ‘জওয়ান’। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেন্সর ছাড়পত্র পায়নি সিনেমাটি। জানা গেছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সেন্সর পেলে শুক্রবার (৮ সেপ্টেম্বর) থেকে সারা দেশের ৪৮টি হলে চলবে ‘জওয়ান’।

যেসব হলে চলবে ‘জওয়ান’ সিনেমাটি
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, সীমান্ত স্কয়ার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমা (যমুনা ফিউচার পার্ক), লায়ন্স সিনেমা হল (কেরানীগঞ্জ), শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), বিজিবি অডিটরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা), বালি আর্কেড সিনেপ্লেক্স (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা হল (চট্টগ্রাম), মনিহার (যশোর), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা)।

রাজশাহীর হাই-টেক পার্ক সিনেপ্লেক্স, রাজতিলক ছাড়াও নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), মধুবন সিনেপ্লেক্সে (বগুড়া), মম ইন (বগুড়া), সেনা অডিটরিয়াম (সাভার), রূপকথা (পাবনা), উল্কা (গাজীপুর), নন্দিতা (সিলেট), গ্রান্ড থিয়েটার (সিলেট), রাজ সিনেমা (কুলিয়ারচর), মর্ডাণ (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), রুটস (সিরাজগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া), নবীন (মানিকগঞ্জ), পূর্বাশা (শান্তাহার), তাজ (নওগাঁ), দর্শন (ভৈরব), অভিরুচি (বরিশাল), বনলতা (ফরিদপুর), চন্দ্রিমা (শ্রীপুর)।