বিনোদন ডেস্ক : অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। তারই নতুন আরেকটি সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান।
অতাশ জমজমের নতুন সিনেমাটির নাম ‘ফেরেশতে’। এর চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন।
জানা যায়, বর্তমানে বাংলাদেশে সিনেমাটির শুটিং চলছে। যে জন্য জমজমসহ আরও চার জন ইরানি কুশলী গত মার্চ থেকে বাংলাদেশে অবস্থান করছেন। চষে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন স্থান।
জয়া আহসান সিনেমাটির নাম ভূমিকা ‘ফেরেশতে’ চরিত্রে অভিনয় করছেন। তিনি ছাড়াও এতে আরো আছেন রিকিতা নন্দিনী শিমু।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সিনেমাটির নাম ‘সিএনজি’ হিসেবে অনুমতি নেওয়া হয়েছে।
চলতি সপ্তাহে সিনেমাটির শুটিং চলছে রাজধানীর সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টেসহ আশেপাশের এলাকায়। সেখানেই দেখা যায় জয়া আহসান ও শিমুকে।
দুইজনই বস্তিতে বসবাসকারীর পোশাকে রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে। তবে সিনেমাটি নিয়ে জয়া আহাসান এখনো কোনো মন্তব্য করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।