তীব্র শীতের রাতে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া আহসান

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী জয়া আহসান। তিনি শুধু বাংলাদেশে নয় ওপার বাংলায়ও সমান জনপ্রিয়। রোববার (৮ জানুয়ারি) জয়া নতুন ফটোশুটের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তাতেই ঝড় উঠেছে নেটাগরিকদের মধ্যে।

এরই মধ্যে ছবিগুলো প্রশংসিত হচ্ছে। ভক্তরা ভালোবাসায় যেমন ভরিয়ে দিচ্ছেন প্রিয় তারকাকে তেমনি নেতিবাচক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অনেকে। একজন মন্তব্য করেছেন, ‘শৈত্য প্রবাহকে ভেঙেচুরে গুঁড়ো গুঁড়ো করে দিলেন জয়া আহসান।’

অন্যদিকে আর এক নেটাগরিক নিশীতা মিতু লিখেছেন, ‘শীতার্ত পুরুষদের উষ্ণতা দেওয়ার জন্য ধন্যবাদ।’ এই দিকে এমডি আব্দুল আলিম লিখেছেন, ‘দিলেন তো রাতের ঘুমটা হারাম করে এমনেই ঠান্ডায় ঘুমাইতে পারি না!’ মো. ওমর ফারুখ লিখেছেন, ‘এই গান চলবো না গানে নাই বিট সব কিছু বাদ দিয়া জয়া আপা হিট।’

https://www.facebook.com/Jaya.Ahsan.07/posts/749644913194771

অবশ্য এই অভিনেত্রী এসব মন্তব্যে নির্বিকার। এ প্রসঙ্গে কিছুদিন আগেই টাইমস অব ইন্ডিয়ার কাছে জয়া আহসান বলেছিলেন, ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন।’

বছর ছয়েক আগে জয়া আহসান অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। শুটিং শেষ হলেও নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি। আসছে জানুয়ারিতে মুক্তি পেতে পারে সিনেমাটি।

বিয়ে বাড়িতে পাঞ্জাবি গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো দুই যুবতী