বিনোদন ডেস্ক : বলিউডের সফল দম্পতি হিসেবে নামডাক রয়েছে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের। প্রেমের সম্পর্কের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৪ যুগ শেষ করে ফেলেছেন এই তারকা দম্পতি। এত দিন পর তাদের সম্পর্কের গোপন তথ্য ফাঁস করলেন জয়া।
১৯৭৩ সালে বিয়ে করেন তারা। জীবনের দীর্ঘ সময় তারা এক ছাদের নিচে পার করে ফেলেছেন। তবে তাদের দাম্পত্যের মাঝেও বিভিন্ন সময় শোনা গেছে বিগ বির একাধিক সম্পর্কের গুঞ্জন। অমিতাভের সঙ্গে জয়ার সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছেন জয়া নিজেই।
শ্বেতা বচ্চনের মেয়ে অর্থাৎ অমিতাভের নাতনীর শো ‘হোয়াট দ্য হেল নব্যা ২’ এ এসে জয়া বলেন, ‘অমিতাভই তার প্রিয় বন্ধু। এমন কোনো কথা নেই যা আমি তাকে বলি না।’
‘গুড্ডি’ সিনেমার মাধ্যমে তাদের মন দেয়া নেয়া হয় ১৯৭১ সালে। তার দুই বছর পর জয়াকে বিয়ে করেন বলিউড শাহেনশাহ। তারা জুটি বেধে একাধিক সিনেমায় কাজ করেছেন। তারমধ্যে রয়েছে ‘অভিমান’, ‘শোলে’, ‘সিলসিলা’, ‘কভি খুশি কভি গম’-এর মতো দর্শক নন্দিত ছবি।
তবে ওই পর্বে এসে শ্বেতা বচ্চন আপত্তি জানান মা ও মেয়ের বন্ধুত্ব নিয়ে। তিনি বলেন, ‘আমি জানি না কেন সবাই বলেন আমার মেয়েই আমার বন্ধু বা আমার ছেলেই আমার সেরা বন্ধু৷’
মেয়ের কথা শুনতে জয়া পাল্টা জিজ্ঞাসা করেন, ‘কেন, সন্তানেরা বন্ধু হতে পারে না?’ যার জবাবে শ্বেতা তখন বলেন, ‘আমরা বন্ধু নই। তুমি আমার মা, আমাদের কথা বলার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে যা অতিক্রম করতে পারব না। আমার সন্তানেরা কিন্তু আমার সন্তানই। আবার আমার বন্ধুদের জায়গা আলাদা।’
অমিতাভ বচ্চন বলিউডে শাহেনশাহর খেতাব পেয়েছেন। বক্স অফিসে ‘শোলে’র অভাবনীয় সাফল্যর পর তিনি মুম্বাই ফিল্ম জগতে জায়গা পাকা করে নেন। ১৯৭৬ থেকে ১৯৮৪ পর্যন্ত তিনি অজস্র ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এবং মনোয়ন পেয়েছিলেন। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী ও প্রিয়তমা জয়া ভাদুড়িকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান, শ্বেতা নন্দা এবং অভিষেক বচ্চন। অভিষেকও পেশায় অভিনেতা এবং তিনি অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে বিয়ে করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।