স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে, বড় পর্দার অভিনেতা জায়েদ খান। শুক্রবার (১০ নভেম্বর) একটি সেলিব্রেটি শোয়ে এসে তাঁর প্রশংসা করলেন ক্রিকেটার তামিম।
উপস্থাপকের কাছে তামিম ইকবাল জানতে চান, আপনারা তো অনেক শো করেছেন। কোন শোটা বেশি ভালো হয়েছে? উপস্থাপক বারবার তামিমের মন রক্ষার্থে বলার চেষ্টা করছিলেন এই শোটাই।
তখন তামিম বলেন, ‘আমারটা বাদ দিয়ে বলুন।’ উপস্থাপক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। তামিমই তাঁর দ্বিধা দূর করে বলেন, ‘কেন জায়েদ খান? জায়েদ খান ভাইয়ের?’ এবার উপস্থাপক বলেন, ‘হ্যাঁ হ্যাঁ জায়েদ খান। তিনি আমাদের সঙ্গে আনন্দ মজা করেছিলেন। আপনি শোটা দেখেছিলেন?’
উত্তরে তামিম বললেন, ‘হ্যাঁ, পুরো শো দেখার সুযোগ হয়নি। তবে ক্লিপস দেখেছি, তিনি তো নেচেছেন। এটা খুবই ভালো ছিল। মানুষ এসব শোগুলোতে আসেই বিনোদন নিতে। সেই জায়গা থেকে এটা বেশ ভালো ছিল। আর উনার ব্যাকগ্রাউন্ড এন্টারটেইনিং। বেশ ভালো।’
আরেকজন উপস্থাপক বললেন, ‘হ্যাঁ, উনার জন্য ডিগবাজি তো ডাউন টু উইকেট।’
এর আগে এই শোয়ে এসে জায়েদ খান জানিয়েছিলেন, তাঁর জন্য এক মেয়ের ব্রেকআপ হয়ে গেছে। এ ছাড়াও হাতে তাঁর নাম লেখাতে আরেক মেয়ের বিয়ে ভেঙে যেতে বসেছিল।
বিশ্বকাপ স্কোয়াডে তামিমকে না নেওয়ায় জায়েদ খান বলেছিলেন, ‘তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলে নেই এটা ভাবতেই কষ্ট লাগে। তবে তিনি দলে থাকলে বিশ্বকাপ আরও পরিপূর্ণ হত। এই যেমন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন স্টুয়ার্ট উইলিয়ামসন ইনজুরি থাকা স্বত্ত্বেও তাঁকে কিন্তু দলে নিয়েছে। তামিমকেও কিন্তু নিতে পারতো কিন্তু দলে রাখেননি নির্বাচকরা। তিনি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু কোনো অজানা কারণে তাঁকে নেওয়া হলো না তা কিন্তু এখনও খোলাসা করেনি বিসিবি। এটা হতে পারতো তামিমের শেষ বিশ্বকাপ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।