বিনোদন ডেস্ক : তিন দিন পরেই ভারতে শুরু হচ্ছে ব্যাট-বলের লড়াইয়ের সবচেয়ে বড় আসর ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আপাতত তাই নিয়ে উন্মাদনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পিছিয়ে নেই শোবিজ তারকারাও। তাদেরই একজন ঢালিউড নায়ক জায়েদ খান।
সম্প্রতি বিশ্বকাপ নিয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে এই অভিনেতা জানালেন ক্রিকেট খেলার প্রতি তার চরম আগ্রহ ও ভালোবাসার কথা। জানান, একজন ভালো ক্রিকেটার হতেই পিরোজপুর থেকে তিনি ঢাকায় আসেন।
কিন্তু ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি জায়েদ খানের। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বদলে যায় তার প্যাশন। পড়াশোনা শেষ করে তিনি পা রাখেন অভিনয় জগতে। হয়ে যান ঢালিউডের আলোচিত নায়ক। এই পেশাকেই এখনো তিনি ধরে রেখেছেন।
জায়েদ খান বলেন, ‘আমি ক্রিকেট খেলতে পছন্দ করি ছোটবেলা থেকে। পিরোজপুর জেলা দলেও খেলেছি, ফাস্ট বোলার ছিলাম। ঢাকায় আসার উদ্দেশ্য ছিল ক্রিকেটার হবো। এ জন্যই গ্রাম থেকে শহরে আসি। কিন্ত নিয়তির জোরে খেলোয়াড় না হয়ে অভিনেতা হয়েছি।’
এদিকে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল দেশকে চমৎকার কিছু উপহার দেবে বলে প্রত্যাশা জায়েদ খানের। নায়ক বলেন, ‘পুরো জাতি অপেক্ষায় আছে এই বিশ্বকাপ নিয়ে। আশা করি, টাইগাররা তাদের সেরাটা দিয়ে দেশকে সারপ্রাইজ দেবে।’
কাজের ক্ষেত্রে সবশেষ জায়েদ খান কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন। তবে নানা ঝামেলায় বর্তমানে সে সিনেমার কাজ বন্ধ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।