জায়েদ ও নিপুণকে কটাক্ষ করে যা বললেন শামীম হাসান সরকার

শামীম হাসান

বিনোদন ডেস্ক : হালের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। যেকোনো চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারেন তিনি। খুব অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি নেটমাধ্যমেও বেশ সক্রিয় তিনি।

শামীম হাসান

বেশ কিছুদিন আগেই অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে গোপনে বিয়ে করা নিয়ে আলোচনায় আসেন শামীম। যদিও সেটা স্রেফ গুঞ্জনই ছিল। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণকে কটাক্ষ করে ফের খবরের শিরোনাম হলেন শামীম।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে জায়েদ ও নিপুণকে নিয়ে রীতিমতো অশোভন স্ট্যাটাস দিয়েছেন শামীম। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, আমি তোমার জায়েদ খান, তুমি আমার নিপুণ। তোমার হাতে হারিকেন, আমার……বেগুন।

আজ প্রাক্তনের খোঁজ নেওয়ার দিন

শামীম পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই এক হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। পাশাপাশি মন্তব্যের ঝড় উঠেছে অভিনেতার কমেন্টসবক্সে। একজন লিখেছেন, আগুন তো লাগিয়ে দিয়েছেন ভাই। আরেকজন লিখেছেন, আগুন…আগুন। শামীমের এক ভক্ত লিখেছেন, সেরা ভাই।