বিনোদন ডেস্ক : বিতর্কের মুখে পড়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘স্কাই ফোর্স’। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম বলছে, ‘স্কাই ফোর্স’ সিনেমাতে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ভারত-পাকিস্তানের দ্বন্দ্বকে গুরুতর আকারে আলোকপাত করা হয়েছে।
সেই দ্বন্দ্ব সিনেমার মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না তা মধ্যপ্রাচ্যের দেশগুলো। অতঃপর, সিনেমাটি দেখা সমীচীন মনে করছে না তারা। যার ফলে ভারতীয় এই সিনেমাটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সৌদি আরব ছাড়াও আপাতত আরব আমিরাত, কাতার ও ওমানে ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানা গেছে।
৭ কলেজ শিক্ষার্থীদের সমর্থনে মাঝ রাতে রাস্তায় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা
মধ্যপ্রাচ্যে ভারতীয় ছবি নিষিদ্ধের খবর এবারই প্রথম নয়। এর আগে ‘ফাইটার’, ‘গদর টু’, ‘আর্টিকল ৩৭০’ থেকে শুরু করে ‘টাইগার থ্রি’-এর মতো সিনেমাগুলো নিষিদ্ধ করা হয়েছিল মধ্যপ্রাচ্যের একাধিক জায়গায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।