স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করে বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাস্ত হলো টাইগাররা। ইংলিশদের কাছে হারের পর দুঃসংবাদ পায় সাকিব আল হাসানের দল। স্লো-ওভার রেটের জন্য বাংলাদেশকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বিবৃতিতে বাংলাদেশের শাস্তির বিষয়টি জানানো হয় যে, স্লো-ওভার রেটের জন্য বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির বিবৃতিতে বলা হয়, রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের সদস্য জাভাগল শ্রীনাথ বাংলাদেশকে শাস্তিটি দিয়েছেন। সাকিব আল হাসানরা নির্ধারিত সময়ের মধ্যে একটি ওভার শেষ করতে পারেনি।’ ম্যাচ আম্পায়ারদ্বয় আহসান রাজা ও পল উইলসন, থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক এবং ফোর্থ আম্পায়ার কুমার ধর্মসেনাও এই শাস্তির ব্যাপারে একমত হয়েছেন।
স্লো-ওভার রেট এমন একটি নিয়ম, যেখানে বরাদ্দকৃত সময়ের মধ্যে একটি দলকে সবগুলো ওভার শেষ করতে হবে। প্রত্যেক ওভারের জন্যও সময় নির্দিষ্ট করা থাকে। আইসিসির ২.২২ ধারা অনুযায়ী মিনিমাম ওভার রেটের নিয়ম ভাঙলে দলের খেলোয়াড়, সাপোর্ট প্যানেল সবাই শাস্তি পাবেন। প্রত্যেক স্লো-ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ করে জরিমানা করা হয়।
আইসিসি জানিয়েছে, শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
‘ভিক্ষাবৃত্তির’ আড়ালে ছিনতাই করতে পিছপা হতেনা হৃদয় ওরফে কালু
আগামী ১৩ই অক্টোবর বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।