বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গুগলে হঠাৎ করে ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ক্যানসেল (বাতিল) ও ডিলিট করার (মুছে ফেলার) উপায় জানতে চেয়ে সার্চ করার মাত্রা বেড়ে গেছে। গুগল ট্রেন্ডস থেকে প্রাপ্ত তথ্য বলছে, গত এক সপ্তাহে ফেসবুক-ইন্সটাগ্রাম ডিলিট করা প্রসঙ্গে সার্চ স্কোর সর্বোচ্চ ১০০ ছুঁয়েছে বেশ ক’বার। প্রশ্ন হচ্ছে, ৩০০ কোটি ব্যবহারকারীর প্ল্যাটফর্ম ফেসবুকে, আর ২০০ কোটি’র ইন্সটাগ্রামে, হঠাৎ এমন কী হয়েছে যে, সবাই ফেসবুক-ইন্সটাগ্রাম ছাড়তে উঠে পড়ে লেগেছেন?
মেটার মালিকানাধীন এই দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জনপ্রিয়তা কি তাহলে পড়তির দিকে? এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে বিষয়টির প্রেক্ষাপট নিয়ে কিছুটা আলোচনা জরুরি হয়ে পড়ে।
গত ৭ জানুয়ারি মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে, মেটার মালিকানাধীন ৩টি প্ল্যাটফর্ম ফেসবুক, ইন্সটাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্ট-চেকিং বাতিল করা হচ্ছে। এর পরিবর্তে কমিউনিটিকেন্দ্রিক সেন্সরশিপ চালু করতে যাচ্ছে মেটা- যেখানে কমিউনিটি’র সদস্যরাই, অর্থাৎ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরাই কনটেন্ট মডারেশন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবেন।
ফেসবুক প্রোফাইল ভেরিফাই করবেন যেভাবেফেসবুক প্রোফাইল ভেরিফাই করবেন যেভাবে
থার্ড-পার্টি ফ্যাক্টচেকারদের দিয়ে স্বাধীন ফ্যাক্ট-চেকিং বাতিল করার মাধ্যমে মেটা এবার ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মকেই অনুসরণ করতে যাচ্ছে। উল্লেখ্য, এক্স প্ল্যাটফর্মে কনটেন্ট মডারেশনের ক্ষেত্রে ‘কমিউনিটি নোটস’ মডেল ব্যবহার করা হয়।
কনটেন্ট মডারেশন নীতি’তে ফ্যাক্ট-চেকিং না থাকায় মেটার প্ল্যাটফর্মগুলো’তে সেন্সরশিপ যে আগের তুলনায় অনেকটাই শিথিল হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। ফলে জেন্ডার ও ইমিগ্রেশনের মতো বিতর্কিত বিষয়ের পাশাপাশি রাজনীতি নিয়েও কনটেন্টের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পাবে। আর এগুলো যে হবেই, সেটা কোনো প্রকার রাগঢাক না রেখে দিব্যি স্বীকার-ও করে নিয়েছেন জাকারবার্গ!
ফেসবুক, ইন্সটাগ্রামে সেন্সরশিপ কমবে, জানালেন জাকারবার্গফেসবুক, ইন্সটাগ্রামে সেন্সরশিপ কমবে, জানালেন জাকারবার্গ
এখানেই অবশ্য শেষ নয়। ফ্যাক্টচেকারদের অবর্তমানে আরও কিছু বিড়ম্বনা তর তর করে ত্বরান্বিত হবে- মিথ্যা, ভুলতথ্য ও অপতথ্য। এগুলো নিয়ে মেটার সিইও মৌনতা অবলম্বন করলেও, সমালোচকরা ঠিকই দিয়ে চলেছেন সতর্কীকরণ পূর্বাভাস।
এই সকল বিড়ম্বনার কথা বিবেচনা করেই ফেসবুক ও ইন্সটাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যবহার করা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনেকে। এমন নয় যে, মেটার প্ল্যাটফর্মগুলো’তে মিথ্যা, ভুলতথ্য ও অপতথ্যের মতো সমস্যাগুলো এর আগে ছিল না। তবে স্বাধীন ফ্যাক্ট-চেকিং থাকার পরেও যে সমস্যার সমাধান ও নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মেটাকে, ফ্যাক্ট-চেকিং এর অনুপস্থিতি’তে সে সমস্যার মাত্রাটা কল্পনা করাও ভীতিকর।
গুগল ট্রেন্ডস জানাচ্ছে, ফেসবুক, ইন্সটাগ্রাম ও থ্রেডস ডিলিট সম্পর্কিত বেশ কয়েকটি টপিকে সার্চের মাত্রা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে গত ৭ দিনে। ‘কীভাবে ফেসবুকে সকল ছবি ডিলিট করা যায়’, ‘ফেসবুকের বিকল্প’, ‘কীভাবে ফেসবুক ত্যাগ করা যায়,’ ‘কীভাবে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করা যায়,’ ও ‘লগইন না করেই কীভাবে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করা যায়’- এই সকল টপিকে সার্চ করার হার ৫ হাজার শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।