বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এসি চালালে অনেক বিদ্যুৎ বিল আসে। এই কারণে প্রয়োজনীয়তা দেখা দিলেও অনেকেই এসি কেনা থেকে বিরত থাকেন।
প্রতিবছরই বাড়ছে গরম। তার সঙ্গে বাড়ছে এসির বিক্রি। কিন্তু বিলের ধাক্কায় মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। এসি কেনার পরে কেউ যদি ইলেকট্রিক বিল কমানোর সমাধান খোঁজেন, তাহলে ইনভার্টার এসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে।
ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ তফাত রয়েছে। আসলে ইনভার্টার এসির কম্প্রেসর মোটর তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। ফলে একবার ঘর ঠান্ডা হয়ে গেলে ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে দেয়।
জেনে রাখুন এসির ডায়েট মোডে ৮১ শতাংশ বিদ্যুৎ খরচ কমাতে পারেন গ্রাহক। ঘর ঠান্ডাও হয় ভালো। সোজা কথায়, বিদ্যুৎ বিল কমবে আবার ঘর ঠান্ডাও হবে।
এসি কিনলেই তো আর হল না। এসি চললে বিদ্যুত বিলের খরচ একটা বড় ব্যাপার। ফলে খরচ নিয়েও একটা চিন্তা সবারই প্রায় থাকে। আর এসি কতটা বিদ্যুৎ পোড়াবে, তা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে।
তাই কিছু উপায় জানা থাকলে ইলেকট্রিক বিল পুরো না কমলেও অনেকটাই কাজ হবে। কিছুটা হলেও সাশ্রয় করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।