জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘জ্বিন তাড়ানোর নামে’ নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে কবিরাজকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের হরিণগণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কবিরাজের নাম মো. মতি তেলী (৪০)। তিনি চৌডালা ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল মিস্ত্রির ছেলে।
চৌডোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. গোলাম কিবরিয়া হাবিব বলেন, মতি ও শুকুদ্দিনের বাড়ি পাশাপাশি। মতি তেল ব্যবসার পাশাপাশি ঝাঁড়ফুকের কাজ করতেন। সেই সুবাদে শুকুদ্দিনের স্ত্রীর সঙ্গে মতির সখ্যতা গড়ে ওঠে।
রবিবার রাতে মতি শুকুদ্দিনের বাড়িতে যান তার স্ত্রীর জ্বিন তাড়ানোর কথা বলে। এ সময় ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন রাজমিস্ত্রী শুকুদ্দিন ও তার ছেলে। পরে ক্ষুব্ধ হয়ে কবিরাজ মতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে ঘরের দরজা লাগিয়ে পালিয়ে যা বাবা-ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, শুকুদ্দিনের ঘরের ভেতরে ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠায় এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর থেকে শুকুদ্দিনসহ তার পরিবার পলাতক রয়েছে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটির শরীরে বিভিন্ন জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।