জিন্স পরে ইভেন্টে হবু মা আলিয়া, ছবি দেখে মাথা ঘুরবে আপনারও

আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে ডার্লিংস। নেটফ্লিক্সে ডার্লিংস মুক্তি পাওয়ার আগে জোর কদমে চলেছে প্রোমশন। আলিয়া ভট্ট প্রত্যেকটি প্রোমোশনাল ইভেন্টেই পৌঁছে গিয়েছিলেন। আলিয়ার প্রত্যেক প্রোমোশনাল লুক ছিল দেখার মতো। তবে ওভারসাইজড ব্লেজার ও ছেঁড়া জিন্সে আলিয়া ভট্ট যেভাবে নিজেকে প্রকাশ করেছিলেন, তা ছিল দেখার মতো! অসাধারণ দেখতে লাগছিল আলিয়াকে। চলুন তাঁর সেই লুকের প্রতিটা ছবিই দেখে নেওয়া যাক। সঙ্গে তাঁর থেকে ম্য়াটারনিটি ফ্যাশন টিপস নিতেও ভুলবেন না।

আলিয়া ভাট

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ডার্লিংস’। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভট্ট। এমনকী এই ছবির প্রযোজনাও করেছেন তিনি। তবে কয়েকদিন আগেও এই ছবির জোর কদমে চলছিল প্রচার। আলিয়া ভট্ট প্রেগনেন্সিতেও নিজে প্রচারমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে প্রত্যেকটা প্রোমোশনাল লুকই ছিল দেখার মতো। যেহেতু আলিয়ার প্রেগনেন্সির কথা ইতিমধ্যেই সবাই জানেন, সবার নজর ছিল আলিয়ার ড্রেসের দিকে।

কী ধরনের পোশাক পরছেন আলিয়া ভট্ট, তাঁর ম্যাটারনিটি ফ্যাশন কেমন? আর প্রত্যেকবারই সবাইকে মুগ্ধ করছেন তিনি। এর আগেও আলিয়ার প্রোমোশনাল লুক নিয়ে চর্চা হয়েছে। আবারও তাই হল। যখন তিনি সম্পূর্ণ রিপড জিন্স পরে সবার সামনে এলেন, তাঁর দিক থেকে চোখ ফেরানোর কোনও উপায়ই ছিল না। আপনি কি দেখেছেন আলিয়ার এই লুক কেমন ছিল? চলুন দেখে নেওয়া যাক, সঙ্গে তাঁর থেকে ম্যাটারনিটি ফ্যাশন টিপস নিতেও ভুলবেন না।

ডার্লিংস ছবির প্রচারে যেভাবে নজর কাড়লেন আলিয়া
ডার্লিংস ছবির প্রচারের সময় এক একটি প্রোমোশনাল লুক ছিল দেখার মতো। আলিয়া ভট্ট কখনও ঢিলেঢালা শর্ট ড্রেসে নজর কেড়েছিলেন। আবার কখনও অন্যরকম ড্রেসেও প্রকাশ্য়ে এসেছিলেন, যার দাম লাখেরও বেশি। গত সপ্তাহেই তাঁর সম্পূর্ণ টিমের সঙ্গে প্রচারে পৌঁছে গিয়েছিলেন আলিয়া। সেখানে তিনি পরেছিলেন জিন্স ও ব্লেজার। তাঁর সেই লুকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি। আলিয়া এই লুকের সঙ্গে সুন্দর ইয়াররিংসও পরেছিলেন। সব মিলিয়ে তাঁর লুকটি এতটাই সুন্দর ছিল যে, আলিয়া ভট্টর দিক থেকে চোখ ফেরানোর কোনও উপায়ই ছিল না। চলুন এক এক করে তাঁর লুকের প্রতিটি দিকই খতিয়ে দেখা যাক।

লেডি বসের মতো সাজ আলিয়ার…
বিয়ের পর পরই খুশির খবর শুনিয়েছেন আলিয়া ভট্ট। আর এই সময়ে আলিয়া তাঁর প্রেগনেন্সি উপভোগ করার পাশাপাশি তাঁর কর্মক্ষেত্রেও সমানভাবে সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় যখন ম্যাটারনিটি ড্রেসে ছবি আপ্লোড করেন তিনি। তখন তাঁর গ্ল্যামার হয় দেখার মতো।

প্রতিবারই তাঁর প্রেগনেন্সি গ্লো সবার দৃষ্টি আকর্ষণ করে। এবার এই সুন্দরী একজন বস লেডির মতো ইভেন্টে পৌঁছেছিলেন। সেখানে অভিনেত্রী ব্লেজার লুক ক্যারি করেছেন। কিন্তু সেই লুককে একটু অন্যরকম টাচ দেওয়ার জন্য তিনি বেছে নিয়েছেন ভিন্ন টাইপের জিন্স। যার দিকে না চাইতেও সবার নজর যাবেই।

আলিয়ার লুক যে কারণে সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল
আলিয়া ডার্লিংস ছবির সম্পূর্ণ টিমের সঙ্গেই পৌঁছেছিলেন। সেখানেই তাঁর লুক হয়ে ওঠে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। আর নিজের লুককে এই দারুণভাবেই ক্যারি করেছিলেন তিনি। সেখানে তিনি নীল রঙের একটি চটকদার ব্লেজার ক্যারি করেছিলেন। তা ছিল ফুল স্লিভ। এবং ম্যাচিং বোতামও ব্যবহার করা হয়েছিল।

এই ওভার-সাইজড ব্লেজারে নচ ল্যাপেল কলার দেওয়া হয়েছে। প্যাডেড শোল্ডার, তাদের নিখুঁত আকার দিয়েছে। একই সময়ে, ব্লেজারের দু পাশেই ছিল কালো রঙের পকেট। এবং এর প্লাঙ্গিং নেকলাইন ছিল দেখার মতো। ব্লেজারের একটি পকেটে সাদা সুতোর এমব্রয়ডারি করা ছিল।

জিন্সের এই দিকটিই দেখলেন সবাই
এই ব্লেজারের সঙ্গে হাসিনা একটি ডেনিম ব্লু শেডের জিন্স পরেছিলেন। তা সবার নজর কেড়েছিল। এই জিন্সটি ছিল ফ্লেয়ারড প্যাটার্নের। স্কিনি জিন্স পরেননি তিনি। এমনিতেও এই ফ্লেয়ারড প্যান্ট এখন ভীষণ ট্রেন্ডিং। আর সেই ট্রেন্ডিং জিন্সে নিজেকে সাজিয়ে নিতে ভোলেননি আলিয়া। যাই হোক, এই জিন্সে উপর থেকে নিচ পর্যন্ত ছিল রিপড ডিটেলিং।

যাতে নিজের পা ফ্লন্ট করতে ভোলেননি আলিয়া। এই জিন্সে যাতে সম্পূর্ণ কম্ফোর্টেবল বোধ করেন আলিয়া, সেদিকেও নজর রেখেছেন। সুন্দরীর মুখে সব সময়ই মিষ্টি হাসি লেগেই ছিল, যা তাঁর লুককে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। এই রিপড ডিটেলিং জিন্সে যোগ করেছিল হট টাচ। আর তাই হয়ে ওঠে এর ইউনিক ব্যাপার।

এভাবেই নিজের লুক সম্পূর্ণ করলেন আলিয়া
আলিয়া তাঁর লুক সম্পূর্ণ করতে গোল্ডেন হুপ কানের দুল পরেছিলেন। আঙুলে ছিল স্টেটমেন্ট গোল্ড টোনড রিং। এর সঙ্গে সাদা পিপ-টো ব্লক হিল পরেছিলেন। মেকআপও ছিল দেখার মতোই। আলিয়া মভ লিপশেড ব্যবহার করেছিলেন। ডিউই ফাউন্ডেশন ব্যবহার করেছিলেন। এছাড়াও নজরে এসেিল তাঁর দুর্দান্ত আইশ্যাডো, মাস্কারা ও ব্লাশড গাল। বিমিং হাইলাইটার ব্যবহার করেছিলেন।

মাঝখানে পার্টিশন করে স্লিট হেয়ারস্টাইল করেছিলেন। পনিটেলে সম্পূর্ণ হয়েছিল তাঁর লুক। সব মিলিয়ে এতটাই সুন্দর দেখতে লাগছিল আলিয়া ভট্টকে যে, কমেন্টে প্রশংসার বন্যা বয়ে যায়। অনেক অনুরাগীই তাঁর প্রতি ভালোবাসা জানিয়েছেন। এমনকী তাঁর মা সোনি রাজদানও সেখানে হার্ট ইমোজি পোস্ট করে নিজের অনুভূতির কথা বুঝিয়েই দিয়েছেন।