লাইফস্টাইল ডেস্ক: আরামদায়ক ও স্টাইলিশ পোশাক হিসেবে জিন্সের কদর নারী-পুরুষ সবার কাছেই অনেক। পরতে আরামদায়ক হলেও জিন্স পরিস্কার করা নিয়ে একেক জনের একেক মতাদর্শ রয়েছে। কেউ পরার সঙ্গে সঙ্গেই জিন্স ধুয়ে ফেলেন কেউ আবার মাস পেরিয়ে গেলেও সে কথা মাথায় আনেন না।
তবে, জিন্স পরিস্কারের বিষয়ে সম্প্রতি এক অভিনব তথ্য দিয়েছেন ফ্যাশন দুনিয়ার সঙ্গে সংশ্লিষ্টরা।
রিয়েল সিম্পল ডটকম নামে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের “দ্য লন্ড্রেস” নামে একটি কাপড় ধোয়া সাবানের প্রস্তুতকারক লিন্ডসে বয়েড ও গোয়েন হোইটিং জানান, জিন্স তৈরি হয় “ডেনিম” কাপড় দিয়ে যা স্বভাবতই বেশ মোটা। এ ধরনের কাপড় থেকে গন্ধ না এলে একবার ধুয়েও অন্তত ১০ বার পরা যাবে। এ ক্ষেত্রে দুর্গন্ধ দূর করতে “ফেব্রিক ফ্রেশনার” ব্যবহার করা উচিত।
স্টাইলিস্ট ও “লেট’স গেট ইউ”-এর প্রতিষ্ঠাতা নিকোল রুশো জানান, ডেনিম বিশেষ করে “স্ট্রেচি” বা “ইলাস্টিক” ধরনের ডেনিমের কাপড়গুলো প্রতিবার পরিস্কারের পর দুর্বল হতে থাকে। তাই ডেনিম কম ধোওয়াই ভালো।
কখনই গরম পানি দিয়ে জিন্স ভেজানো বা ড্রায়ার দিয়ে শুকানো যাবে না বলে নিকোল রুশো জানান।
আরেক ফ্যাশন স্টাইলিস্ট লানা ব্ল্যাঙ্ক জানান, পানিতে যত ভেজাবেন জিন্সের সৌন্দর্য তত নষ্ট হবে। স্থায়িত্বও কমে যাবে।
ফ্যাশন স্টাইলিস্টদের মতে, বারবার না ধুয়ে বাতাসে শুকালে দীর্ঘদিন ভালো থাকবে জিন্স। শুধুমাত্র দাগ লাগলে বা দুর্গন্ধ হলেও জিন্স পানিতে ধুয়ে ফেলা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।