বিনোদন ডেস্ক : সিনেমা হলে আপকামিং ‘জ্বীন’ সিনেমা একা দেখার চ্যালেঞ্জ জানিয়ে লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল জাজ মাল্টিমিডিয়া। এবার এ তালিকায় যুক্ত হলো ঈদে মুক্তি পেতে যাওয়া ‘পাপ’ সিনেমাটিও। পাপ’র চ্যালেঞ্জে সঠিক ভাবে জানাতে পারলে থাকছে ২০ হাজার টাকার পুরস্কার।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সিনেমাটির নায়ক জিয়াউল রোশান এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন।
রোশান লেখেন, পাপ (প্রথম চাল) এর ট্রেইলার রিলিজ দেওয়ার পরে থেকে অনেকেই জানিয়েছে যে তারা সম্পূর্ণ গল্প বুঝে গেছে। তাদের জন্য জাজ দিলো নতুন চ্যালেঞ্জ।
এতে উল্লেখ করা হয়, ২ ঘণ্টা ১৩ মিনিটের সিনেমা ‘পাপ’ এর ২ ঘণ্টা পর্যন্ত দেখে সিনেমার ক্লাইম্যাক্স ও মাস্টারমাইন্ড প্লানার কে বলতে পারলেই পেয়ে যাবেন ২০ হাজার টাকা পুরস্কার এবং সর্বোচ্চ ২০০ জনকে দেওয়া হবে।
তবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গুগল ফর্মে ফরম পূরণসহ বেশকিছু শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে।
শর্ত সমূহ :
* সিনেমাটি স্টার সিনেপ্লেক্স বা যমুনা ব্লকবাস্টারে দেখানো হবে।
* সিনেমা দেখানোর তারিখ এপ্রিল ২১, ২০২৩ সন্ধ্যা।
* উত্তর লেখার জন্য প্রত্যেককেই একটা কলম ও কাগজ দেওয়া হবে।
* প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হলে প্রবেশের আগে ৩০০ টাকা মাত্র জমা দিতে হবে।
* আবেদনের শেষ সময় এপ্রিল ২০, ২০২৩ রাত ১১:৫৫ মিনিট।
সৈকত নাসির নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও ইয়ামিন হক ববি। এছাড়া নবাগত জাকিয়া মাহা ও আরিয়ানা রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। ‘পাপ’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।