জিৎ এর সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার কারণ জানালেন

জিৎ এর সিনেমা

বিনোদন ডেস্ক : টালিগঞ্জে তারকা জিৎ কি বন্ধুহীন? কাজ ছাড়া বাকি সব সম্পর্ক কি এড়িয়ে চলেন তিনি? এমন প্রশ্নের জবাবে বলেন, ইন্ডাস্ট্রিতে আমার আসার কারণ বন্ধুর সংখ্যা বাড়ানো নয়। সিনেমা বানাতে এসেছি, তাই করে যাব।

জিৎ এর সিনেমা

সম্প্রতি এ অভিনেতার কাছে টালিগঞ্জ পাড়ায় তিনি বন্ধুহীন কিংবা স্টুডিও পাড়ায় কাজ ছাড়া কারও সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা জানতে চাইলে এসব কথা বলেন তিনি।

জিৎ-এর ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। তার পর ধীরে ধীরে টেলিভিশন সিরিয়ালে কাজের সুযোগ হয়। এর পর তো ইন্ডাস্ট্রিতে এসেই হিট সিনেমা উপহার দিলেন। ফলশ্রুতিতে ভক্তরা উন্মাদনা শুরু করেন ‘সাথী’ সিনেমার এই নায়ককে ঘিরে।

এদিকে টালি ইন্ডাস্ট্রির এই সুপারস্টারকে ফিল্মি পার্টি বা আড্ডায় খুব কমই দেখা যায়। তবে কোয়েল মল্লিকের মতো কোনো অভিনেত্রীর সঙ্গে যে তার বন্ধুত্ব নেই, বিষয়টি তাও নয়। তারপরও নিজেকে একটু আড়ালে রাখেন জিৎ।

বয়স ৩০ হলে মেয়েদের যা করতে ইচ্ছা করে

এ বিষয়ে তিনি জানান, একদমই বন্ধুত্বের বিরোধী নন তিনি। কেউ যদি তাকে বন্ধু মনে করেন বা তার দিকে বন্ধুত্বের হাত বাড়ান তাহলে কখনও সেই হাত সরিয়ে দেন না তিনি। আর সেই বন্ধুত্বকে চিরকাল লালন করেন তিনি।