যে কারণে বাংলাদেশি পরিচালকের নায়ক হলেন জিৎ

বিনোদন ডেস্ক : গত শুক্রবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘মানুষ’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টলিউড সুপারস্টার জিৎ। রয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও।

গ্রাসরুট এন্টারটেইনমেন্ট জিৎজ ফিল্মওয়ার্কসের ব্যানারে নির্মিত এ সিনেমায় প্রযোজক হিসেবে যুক্ত আছেন জিৎ। এদিকে, অভিনয়ে আরও রয়েছেন কলকাতার জিতু কমল, সুস্মিতা চট্টোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। দুই বাংলার অভিনয়শিল্পীদের নিয়ে এমন চমকপ্রদ কাস্টিংয়ের ফলে নানা প্রশ্নও উঠছে।

‌ভারতের হারে উল্লাস, এবার বাংলাদেশ নিয়ে যা বললেন ‘মিঠাইরাণী’‌ভারতের হারে উল্লাস, এবার বাংলাদেশ নিয়ে যা বললেন ‘মিঠাইরাণী’
কেউ কেউ বলছেন, ঢাকা-কলকাতা—দুই শহরেই দর্শক পেতে বাংলাদেশি নির্মাতার ছবিতে কাজ করেছেন জিৎ। এবার এই বিষয়টিই খোলাসা করলেন অভিনেতা। বাংলাদেশের দর্শক পেতে, ইচ্ছে করেই সঞ্জয় সমাদ্দারের ছবিতে যুক্ত হওয়া কি-না জানতে চাইলে ভারতীয় সংবাদমাধ্যমে জিৎ বলেন, ‘‘না না না। গল্পটা ভালো লেগেছিল বলেই ওপার বাংলার সঞ্জয় সমাদ্দারের সঙ্গে কাজ করা। চিত্রনাট্যকার-প্রযোজক এক হওয়া। বাংলাদেশে আমাদের একটা চাহিদা অবশ্যই তৈরি আছে। সঞ্জয় ও মীম থাকাতে বরং সেটা আরও বেশি। ফলে আমরা চেষ্টা করছি ছবিটা বাংলাদেশে মুক্তি দেওয়ার। এ সপ্তাহে হবে না, দেখা যাক আগামী সপ্তাহে কী হয়?’

সিনেমাটির দৃশ্যে জিৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশেও জিতের ভক্ত অনেক। যে কারণে একই সঙ্গে দুই দেশেই ‘মানুষ’ সিনেমাটি মুক্তির কথা শোনা গিয়েছিল। এই খবরে তাঁরা বেশ উচ্ছ্বসিতও হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এমনটা আর হয়নি। এ দেশের ভক্তদের প্রসঙ্গ উঠলে জিৎ বলেন, ‘এ জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আই ফিল ব্লেসড। তাঁরই কৃপায় এ রকমটা হয়েছে। বিগত কয়েক বছর ধরেই এই এসেন্সটা (সত্তা) পাই। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। এবং যাঁরা আমাকে ভালোবাসেন, তাঁদের কাছেও কৃতজ্ঞ।’

মধ্যে শোনা গিয়েছিল, সিনেমাটির মুক্তি উপলক্ষে বাংলাদেশে আসছেন জিৎ। এই বিষয়ে অভিনেতার ভাষ্য, ‘আমার তরফ থেকে এখনও কাউকে কথা দেওয়া হয়নি। কারণ ফিল্মই কবে মুক্তি পাবে, সে বিষয়েই তো নিশ্চিত নই আমরা। যদি সে বিষয়টি স্থির হয়ে যায়, তবে বাকি জিনিসগুলো ভাবনা-চিন্তা করা হবে। আর আমি যেতে পারি বা না-যেতে পারি সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমরা যে কাজটা করেছি সেটা যদি সেখানে পৌঁছায়, মানুষ ফিল্মটা উপভোগ করেন, দেখে আনন্দ পান—তবে এর চেয়ে বড় পাওয়া আর হতে পারে না।’

প্রসঙ্গত, ভারতের ১১৭টি সিনেমা হলে মুক্তি চলছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মানুষ’ সিনেমাটি। পরিবেশনায় রয়েছে জিৎজ ফিল্মওয়ার্কস (পশ্চিমবঙ্গ)। সিনেমাটির হিন্দি ডাবের পরিবেশনায় আছে এএ ফিল্মস। আর বাংলাদেশে সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।