বিনোদন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে পা রেখেছিলেন অংশু বাচ। মিঠুন চক্রবর্তী থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হয়েছেন তিনি। মাঝে ছোট একটা ব্রেক নিয়েছিলেন বটে। তবে আবারও টলিউডে কামব্যাক করেছেন ২৭ বছরের অভিনেতা অংশু। একসময় MLA ফাটাকেষ্টর ছেলের ভূমিকায় অভিনয় করা সেই খুদে ছেলেটি আজ কী করছেন জানেন?
মাস্টার বুম্বা থেকে মাস্টার বিট্টু, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে একের পর এক জনপ্রিয় শিশু অভিনেতার দেখা মিলেছে। পরবর্তীতে তাঁরা কেউ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা সোহম চক্রবর্তী হয়েছেন। কেউ আবার ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছে ছেলেবেলাতেই। ২০০০-এর শুরুর দিকে এমনই এক শিশুশিল্পী নজর কেড়েছিলেন। তিনি কখনও প্রসেনজিতেরছেলে হয়েছেন। কখনও আবার মিঠুন চক্রবর্তীর পুত্রের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিৎসহ বাকি অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। এই তিনিটি হলেন অংশু বাচ।
একসময় ‘রাজু আঙ্কল’ থেকে ‘MLA ফাটাকেষ্ট’, ‘নাটের গুরু’ থেকে ‘অগ্নিপথ’বাংলার জনপ্রিয় এই ছবিগুলিতে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে ২৭ বছরের যুবক অংশু। তবে বিনোদনের জগৎ থেকে পুরোপুরি সরে যাননি তিনি। বরং কিছুদিনের জন্য একটা বিরতি নিয়েছিলেন। বর্তমানে গ্ল্যামারের দুনিয়ায় আবারও প্রত্যাবর্তন হয়েছে অংশুর। এই দুনিয়াতেই একের পর এক কাজ করে চলেছেন তিনি।
অতীতে ‘বন্ধন’, ‘সাথীহারা’, ‘আলোয় ফেরা’র মতো একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন অংশু। ক্লাস টেন পর্যন্ত শিশুশিল্পী হিসেবে দাপিয়ে অভিনয় করেছেন অংশু। মাঝে আচমকাই গায়েব হয়ে যান ইন্ডাস্ট্রি থেকে। মিষ্টি শিশুশিল্পীকে খুঁজেছেন অনেকেই। জানা গিয়েছে, উচ্চশিক্ষার জন্য ছ’ বছরের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। স্নাতক হওয়ার পর আবারও গ্ল্যামারের দুনিয়ার ফেরেন অংশু বাচ।
বেশ কিছু কাজকর্ম করে ফেলেছেন অংশু। ২০১৭ সালে টেককেয়ার নামের এক শর্ট ফিল্মে কাজ করেন তিনি। ইতিমধ্যেই ইংলিশ ভার্সেস ইংলিশ, চার অধ্যায়ের মতো ছবিতে কাজ করেছেন তিনি। সিনেমার পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও দেখা গিয়েছে অংশু বাচকে। কে আপন কে পর ধারাবাহিকে খলনায়ক হিসেবে দেখা গিয়েছিল এই অভিনেতাকে। ছোট পর্দায় অভিনয় করেও নজর কাড়েন তিনি।
অভিনয়ের পাশাপাশি মডেলিং করছেন অভিনেতা। অংশু বাচের ইনস্টাগ্রামে উঁকি দিলেই একের পর এক ফটোশ্যুট দেখা যাবে। ইতিমধ্যেই দুর্দান্ত ফিজিক তৈরি করেছেন প্রতিভাবান এই শিল্পী। সোশ্যাল মিডিয়াতেও হাজার হাজার অনুরাগী রয়েছে অংশু বাচের। ইনস্টাগ্রাম থেকে ফেসবুক সর্বত্র তাঁকে অনুসরণ করেন কয়েক হাজার মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।