দ্বিতীয়বার বাবা হতে চলেছেন জিৎ, নিজেই দিলেন সুখবর

বিনোদন ডেস্ক : টলিউডে একের পর এক খুশির খবর! এবার তা শোনালেন চিত্রনায়ক জিৎ। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন সুপারস্টার। সোশ্যাল মাধ্যমে ছবি শেয়ার করে এই সুখবর জানালেন জিৎ নিজেই।

ছবি শেয়ার করে জিৎ লেখেন, ‘একটা খুশির খবর আমরা সকলের সঙ্গে শেয়ার করতে চাই। আর সেটা হলো আমি আর মোহনা আমাদের দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছি। আপনাদের সকলের আশীর্বাদ চাই!’

এই পোস্ট দেখা মাত্রই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তোলেন ভক্তরা! ইনস্টাগ্রামে ও ফেসবুকে স্ত্রী মোহনার বেবি বাম্পের ছবি শেয়ার করেন জিৎ। সঙ্গে রয়েছেন তাঁদের মেয়ে। দ্বিতীয় সন্তানের খুশিতে ফটোশুট করেছেন মোহনা ও জিৎ।

সায়ন্তিকার সেই প্রযোজকের বিরুদ্ধে মুখ খুললেন আরেক নায়িকাসায়ন্তিকার সেই প্রযোজকের বিরুদ্ধে মুখ খুললেন আরেক নায়িকা
২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা। দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন এই নায়ক।