লাইফস্টাইল ডেস্ক : আজকাল মেকআপ পণ্য ও মেকআপ লুক ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেই এখন সবচেয়ে বেশি জয়জয়কার জেলি মেকআপের। জেলির মতো দেখতে মেকআপ পণ্য এখন এএসএমআর ভিডিও’র মূল বিষয়। কিন্তু মেকআপ করার ক্ষেত্রে এগুলো কেমন?
ফাউন্ডেশন থেকে ব্লাশ— বিভিন্ন মেকআপ পণ্য পাওয়া যাচ্ছে জেলির আকারে। মিনিমালিজমের যুগে আর একটি নতুন ট্রেন্ড জেলি মেকআপ। এই ধরনের মেকআপ পণ্যগুলো দেখতে খুব আকর্ষণীয় হয়। তা ছাড়া একটা পণ্য দিয়েই মুখের অর্ধেক মেকআপ করা যায়।
বাজারে এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং লিপ ও চিক জেলি মেকআপ। জেলির মতো এই মেকআপ পণ্য ঠোঁট ও গাল একসঙ্গে রাঙিয়ে দিতে পারে। এগুলো হাইব্রিড টেক্সচারের হয়। অর্থাৎ, ত্বকে যেমন আর্দ্রতা ধরে রাখবে, তেমনই একটা সতেজ লুক এনে দেবে। একগাদা পণ্য ব্যবহার করার পরও ত্বকের উপর চাপ অনুভব করবেন না। ফাউন্ডেশনও মিশছে জেলির আকারে।
জেলি হাইলাইটারও পছন্দ করছেন মানুষ। মেকআপ এক্সপার্টদের মতে, এই জেলি মেকআপ স্ট্রেস বলও। এগুলো দিয়ে মেকআপ করলে নাকি দেহে সেরোটোনিন নির্গত হয় এবং মন ভালো হয়ে যায়। আসলে জেলি মেকআপ যে ফ্রেশ লুক এনে দেয়, তাই এর চাহিদা এত বেশি। শুধু তা-ই নয়, জেলি মেকআপ ব্যবহার করতে কোনও ব্রাশের দরকার পড়ে না। আঙুলের ডগা দিয়েই মেকআপ সেরে ফেলা যায়।
জেলি মেকআপকে আপন করে নিয়েছে জেন জি-রা। জেলি মেকআপকে ইনস্টাগ্রামাবল মেকআপও বলা হচ্ছে। কারণ, এই মেকআপ ট্রেন্ড জনপ্রিয় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরেই। কিছুটা কোরিয়ান বিউটির হাত ধরেছে এখানে। ২০২৫-এ এসে একাধিক নামীদামি ব্র্যান্ড নিজেদের জেলি মেকআপ এনেছেন। বাউন্সি গাল, গ্লসি ঠোঁট, চোখের পাতায় সতেজ ভাব— এগুলোই এখন জেন জি-দের স্টাইলের অংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।