আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের দূতাবাস ইসরাইলের তেলআবিব থেকে অধিকৃত জেরুজালেমে স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ঋষি সুনাকের মুখপাত্র জানিয়েছেন, দূতাবাস সরিয়ে নেওয়ার বিষয়ে তার পূর্বসূরি লিজ ট্রাসের পরিকল্পনা বাতিল করে দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। খবর আনাদোলু ও আলজাজিরার।
ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস ক্ষমতায় আসার পরই ইসরাইলের তেলআবিব থেকে ব্রিটিশ দূতাবাস জেরুজালেমে দ্রুত স্থানান্তরের উদ্যোগ নেন।
কিন্তু ব্রিটেনের অভ্যন্তরীণ ইস্যুতে আইনপ্রণেতাদের চাপে গত মাসে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি। এর পরই দায়িত্ব পান কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক।
উল্লেখ্য, ২০১৭ সালে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দিয়ে বিতর্ক উসকে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর এক বছর পর তা বাস্তবায়ন হয়। এ নিয়ে ফিলিস্তিনের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অবরুদ্ধ গাজা উপত্যাকা ও পশ্চিমতীরে টানা কয়েক দিন বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। বিক্ষোভ দমনে ব্যাপক হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের গুলিতে নিহত হন অর্ধশত ফিলিস্তিনি। ১৯৬৭ সালে আরবদের সঙ্গে যুদ্ধে জিতে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং পুরো জেরুজালেম শহরটিকে ইসরাইলের অংশ হিসাবে ঘোষণা করে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.