জার্জিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩

জার্জিতে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে অবস্থিত স্বশাসিত দ্বীপ জার্জিতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। গতকাল শনিবার ভোরের আগের ওই বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত ডজনখানেক নিখোঁজ রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

জার্জিতে ভয়াবহ বিস্ফোরণ

জার্জি পুলিশের প্রধান কর্মকর্তা রবিন স্মিথ জানান, বিস্ফোরণের পর দ্বীপের রাজধানী সেইন্ট হেলিয়ারের পোতাশ্রয়ের কাছে অবস্থিত একটি তিনতলা ভবন পুরোপুরি ধসে পড়েছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এখন দুঃখের সঙ্গে জানাচ্ছি, তিনজন নিহত হয়েছেন। স্মিথ আরও বলেন, বিস্ফোরণটি ৪টার কিছুক্ষণ আগে হয়েছে, আগুন নিভেছে। নিখোঁজদের সন্ধানে জরুরি বিভাগের কাজ রাতেও অব্যাহত থাকবে।

টুইটারের গোপন তথ্য ফাঁস করলে মামলার হুমকি এলন মাস্কের

জার্জি পুলিশের প্রধান কর্মকর্তা আরও বলেন, বাসিন্দারা গ্যাসের গন্ধ পাওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকেই ওই ভবনে দমকল বিভাগের ডাক পড়েছিল। তবে এর সঙ্গে ভোরের আগে হওয়া বিস্ফোরণের কোনো সম্পর্ক আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এই নিয়ে তদন্ত চলছে বলে জানান স্মিথ।