যশোরে বার্মিজ টিপ চাকুসহ সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে শহরের উত্তর আরবপুর পাওয়ার হাউজপাড়ার রংধনু গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজন যুবক হাতে চাকু নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- আরবপুর পাওয়ার হাউজপাড়ার ভাড়াটিয়া মো. জাহিদ হোসেন (২৫), শংকরপুর আশ্রম রোডের শুকুর আলী (২৩) ও রেলগেট পশ্চিমপাড়ার মহন সরদার (২০)। তাদের কাছ থেকে দুটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং যশোর শহরসহ আশপাশের এলাকায় ছিনতাই, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
ডিবির ওসি মনজুরুল হক ভূঁঞা বলেন, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



