স্পোর্টস ডেস্ক: হাসান মাহমুদের বাবা মোহাম্মদ ফারুক আজ বৃহস্পতিবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ছেলের অনুশীলন দেখছিলেন। তার বাবাকে গ্রান্ড স্ট্যান্ডে দুই শিশুকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই দুই শিশু হল হাসানের ভাগ্নে। যেখানে হাসানের সতীর্থ তাসকিন আহমেদ ও এবাদত হোসেনদের সাথে কুশল বিনিময় করেন তার বাবা।
এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাসানের বাবা দিয়েছেন খুশির এক সংবাদ। লক্ষ্মীপুর থেকে তার ঢাকায় আসার উদ্দেশ্য, বুধবার তার ছেলে হাসান মাহমুদের বাগদান সেরেছেন। সেটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
বুধবার (৭ জুন) ছেলের বাগদান অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেন হাসানের বাবা।
একইসঙ্গে ছেলের বিয়ে নিয়ে তার বড় ইচ্ছের কথাও শুনিয়েছেন তিনি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ে করবেন হাসান মাহমুদ।
বিশ্বকাপের পর বিয়ের বাকি অনুষ্ঠানিকতা বড় পরিসরে হবে। এছাড়া নিজ এলকা লক্ষ্মীপুরে জাতীয় দলের সব ক্রিকেটারকে নিয়ে যাওয়ার ইচ্ছের কথাও প্রকাশ করেন হাসানের বাবা।
২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে পথচলার শুরু হাসানের। এখন অবধি ১১ ওয়ানডেতে ১৮ উইকেট নিয়েছেন তিনি। ১৬ টি-টোয়েন্টিতেও পেয়েছেন সমান উইকেট।
ইন্টার মিয়ামিতে মেসি, অভিষেক ম্যাচের টিকিটের দাম ১০ লাখ টাকা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।