বিনোদন ডেস্ক : ভারতের জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মা’ এ অভিনয় করে তিথি বসু খ্যাতির শীর্ষে উঠে যান। তার চরিত্রের নাম ঝিলিক বললেই এক নামে সবাই চেনে। সম্প্রতি তাকে নিয়ে চর্চা চলছে মিডিয়ায়। ট্রলের শিকার হলেন অভিনেত্রী।
তিথি বসু সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন ঝিলিক নামে। কয়েকদিন আগে ছিল তিথির জন্মদিন। সেই উপলক্ষ্যে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেই ছবি মুহূর্তে নেটদুনিয়া কেঁপে ওঠে নেটিজেনদের আলোচনায়।
অ্যানিমেল প্রিন্টের খোলামেলা একটি লং গাউন পরেছিলেন তিথি। ছবিতে নেটিজেনদের নজর আটকে যায় সিগারেটের প্যাকেটের দিকে। সেখানে রয়েছে একটি লাইটারও। আর তারপর থেকেই শুরু হলো ট্রল।
কমেন্ট বক্সে ভরে গেছে অসংখ্য কমেন্টের বন্যা। একজন লিখেছেন, ‘ঝিলিকের জন্য যে জায়গা ছিল মনে এখন আর নাই। আমাদের ইনোসেন্ট ঝিলিকই চাই।’
আর একজন লিখেছেন, ‘সেদিনের ছোট্ট ঝিলিক আজ কত বড় হয়ে গেছে।’ আরেকজনের মন্তব্য, ‘আজকাল সিগারেট খাওয়াও শুরু করে দিয়েছ দেখছি।’
কয়েকদিন আগে শোনা যায় তিথির বিয়ের খবর। খানিক মজা করেই তিনি লিখেছিলেন, ‘আইবুড়ো ভাত খেলাম’। আর সেখান থেকেই ধারণা হয় বুঝি বা এবারের শীতেই ঝিলিক বসবে বিয়ের পিঁড়িতে। যদিও পরে বোঝা যায়, এক রোস্তোরাঁর সঙ্গে কোলাবরেশনে এই শ্যুট।
অভিনেত্রী একবার এক সাক্ষাৎকারে বলেন, তিনি যখন দশম শ্রেণিতে পড়েন তখন তার বাবা তাদের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন থেকে সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তিথিকে।
এই হ্রদের কাছে গেলেই প্রাণ যাবে আপনার, এর কাছে বিজ্ঞানীরাও যেতে ভয় পান
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত চলে জনপ্রিয় সিরিয়াল ‘মা’। সেখান থেকেই বদলে যায় তিথির জীবন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।